প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করলেও, ২০১৯ নির্বাচনে মানুষ রাহুলকে প্রত্যাখ্যান করবে, কটাক্ষ বিজেপির
নয়াদিল্লি: সংসদ-কক্ষে নরেন্দ্র মোদীকে রাহুল গাঁধীর আলিঙ্গনকে কটাক্ষ করল বিজেপি। গেরুয়া শিবির জানিয়েছে, প্রধানমন্ত্রীকে তিনি জড়িয়ে জোর করে ধরলেও, ২০১৯ লোকসভা নির্বাচনে মানুষ কংগ্রেস সভাপতিকে আলিঙ্গন করবে না। এদিন কংগ্রেস ওয়ার্কং কমিটিতে রাখা বক্তব্য নিয়ে রাহুলকে তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপি সর্বভারতীয় মিডিয়া ইন-চার্জ অনিল বালুনি জানান, আগামী লোকসভা নির্বাচনে মানুষ তাঁকে (রাহুল) প্রত্যাখ্যান করবে। টুইটারে তিনি দাবি করেন, কংগ্রেস হতাশ ও মরিয়া হয়ে উঠেছে বলেন, কংগ্রেস মাত্র ১৫০ লোকসভা আসনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। আর তাতেই রাহুল গাঁধী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর। শুক্রবার, লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরেন রাহুল গাঁধী। এই নিয়েও কংগ্রেস সভাপতিকে কটাক্ষ করেন বালুনি। বলেন, রাহুলজি আপনি জোর করে সংসদে প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করেছেন। কিন্তু, ২০১৯ লোকসভা নির্বাচনে মানুষ আপনাকে আলিঙ্গন করবে না। আপনার উচিত ২০২৪ সালে অনাস্থা প্রস্তাব নিয়ে আসা। এদিন ওয়ার্কিন কমিটির বৈঠকে মোদীকে আক্রমণ করেছেন মনমোহন সিংহ। এই নিয়ে জবাব দিয়েছেন বালুনি। বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর আমলে সরকারের লক্ষ্য ছিল দুর্নীতির বৃদ্ধি করা। সেখানে বর্তমান প্রধানমন্ত্রী কৃষকদের আয় দ্বিগুণ করার ওপর জোর দেন।