অঙ্কে ভুল, ডিলিট করে মোদীকে ফের টুইট রাহুলের

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইটারে তাঁর সপ্তম প্রশ্ন করার তিন-ঘণ্টা পর তা ডিলিট করলেন রাহুল গাঁধী। কিছুক্ষণের মধ্যেই নতুন ছবি দিয়ে ফের একই পোস্ট করলেন তিনি।
জানা গিয়েছে, আগের টুইটে অঙ্কের ভুল ছিল। সেখানে শতাংশের হার কলামে ভুল ও বিভ্রান্তিকর পরিসংখ্যান তুলে ধরা হয়েছিল--

তার জায়গায় নতুন টুইটে বলা হয়—
https://twitter.com/OfficeOfRG/status/937918237613834240তবে, তার আগেই ভুল-টুইট ঘিরে শুরু হয় বিতর্ক। প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জীতেন্দ্র সিংহের কটাক্ষ, ওনার (রাহুল) করা প্রশ্নগুলি ঠিক মতো পেশ করা হয়নি। জানি না, কে তৈরি করে ওই প্রশ্নগুলি। কীসের ভিত্তিতে? হয় তাঁরা তথ্য বোঝেন না, অথবা নিজেদের মতো করে ভুলভাবে ব্যাখ্যা করেন।
প্রসঙ্গত, টুইটারে প্রতিদিন একটি করে প্রশ্ন প্রধানমন্ত্রীর উদ্দেশে করেন কংগ্রেস সহ-সভাপতি। মূলত গুজরাতে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ও উন্নয়নের দাবি নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়।






















