ফরাসি প্রেসিডেন্ট মাকরঁর সঙ্গে বৈঠক রাহুলের, ওঠেনি রাফালে প্রসঙ্গ
নয়াদিল্লি: ভারত সফরে আসা ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল মাকরঁর সঙ্গে সাক্ষাত করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। দুজনের মধ্যে উদার গণতন্ত্র ও জলবায়ু পরিবর্তন সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হলেও বিতর্কিত রাফালে চুক্তি নিয়ে কথা হয়নি বলেই জানানো হয়েছে দলের তরফে।
https://twitter.com/OfficeOfRG/status/973145606167388160প্রসঙ্গত বৈঠকটি রবিবার হলেও, এদিন টুইটারে বৈঠকের বিষয়টি জানান রাহুল নিজে। জানা গিয়েছে, ওই বৈঠকে রাহুল ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহও। মাইক্রো ব্লগিং সাইটে তাঁর সঙ্গে মাকরঁর ছবি পোস্ট করে রাহুল লেখেন, গতকাল ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলাম। উভয়ের কাছে গ্রহণযোগ্য এমন উদার গণতন্ত্র সম্পর্কিত একাধিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
কিন্তু, কেন রাফালে ইস্যু মাকরঁর সামনে তুললেন না রাহুল? উত্তরে দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, আগত রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সবসময়ই দেখা করে থাকেন কংগ্রেস সভাপতিরা। জাতীয় স্বার্থ বজায় রেখেই ভিনদেশী রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পরম্পরা রয়েছে কংগ্রেসের। তিনি যোগ করেন, রাফালে চুক্তিতে ৬টি বড় গাফিলতি রয়েছে। বিষয়টির গভীরে গেলে স্পষ্ট হবে যে, এই যুদ্ধবিমান কেনার প্রক্রিয়ায় একটি দুর্নীতি জড়িয়ে রয়েছে। যার ফলে জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।