এক্সপ্লোর
Advertisement
আপনার কথায় কাজে মিল নেই, কেন দুর্নীতিতে অভিযুক্তদের টিকিট কর্নাটকে? জবাব দিন! মোদীকে রাহুল
নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বি এস ইয়াদুরাপ্পা সহ দুর্নীতিতে অভিযুক্তদের বিজেপি প্রার্থী করেছে বলে অভিযোগ তুলে নরেন্দ্র মোদীর জবাব দাবি রাহুল গাঁধীর।
কর্নাটক বিধানসভা ভোটের মাত্র এক সপ্তাহ বাকি। রাহুল আজ একটি ভিডিও পোস্ট করেছেন নিজের ট্যুইটার অ্যাকাউন্টে। 'কর্নাটকের মোস্ট ওয়ান্টেড' শিরোনামে ওই ভিডিওতে মোদীর সঙ্গে দলীয় নির্বাচনী প্রতীক হাতে বিজেপি নেতাদের ছবি রয়েছে। বিজেপি জমানার যেসব মন্ত্রীর নাম দুর্নীতি মামলায় জড়িয়েছিল, তাঁরাও রয়েছেন ছবিতে। রাহুল লিখেছেন, মাননীয় মোদীজী। আপনি অনেক কথাই বলেন। সমস্যা হল, আপনার কথায় কাজে মিল নেই। আপনার কর্নাটকে প্রার্থী বাছাই কেমন হয়েছে, দেখুন। মনে হচ্ছে, 'কর্নাটকের মোস্ট ওয়ান্টেড' এপিসোড হচ্ছে।
Dear Modi ji,
You talk a lot. Problem is, your actions don’t match your words. Here's a primer on your candidate selection in Karnataka.
It plays like an episode of "Karnataka's Most Wanted". #AnswerMaadiModi pic.twitter.com/G97AjBQUgO
— Rahul Gandhi (@RahulGandhi) May 5, 2018
রাহুলের আরও প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী কি ৫ মিনিট বলবেন, কেন রেড্ডি ভাইদের গ্যাং-কে ৮টা টিকিট দেওয়া হল? যার বিরুদ্ধে দুর্নীতি, প্রতারণা, জালিয়াতির ২৩টা মামলা আছে, তিনি কেন আপনার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী! দুর্নীতি মামলায় অভিযুক্ত আপনার ১১ শীর্ষ নেতার ব্যাপারে কখন বলবেন আপনি?
মোদীর বিরুদ্ধে রেড্ডি ভাইদের ৩৫ হাজার কোটি টাকার বেআইনি আকরিক লোহা মাইনিং কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার অভিযোগও তুলেছেন রাহুল। প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে কংগ্রেস সভাপতি লিখেছেন, আপনার জবাবের অপেক্ষায় রইলাম। উত্তরের জন্য আপনি কাগজ ঘেঁটে দেখতে পারেন।
রাহুল আগে চ্যালেঞ্জ করেছিলেন, তিনি ১৫ মিনিট সংসদে ১৫ মিনিট বলার সুযোগ পেলে মোদী ৫ মিনিটও দাঁড়িয়ে থাকতে পারবেন না। সাহস থাকলে আসুন। পাল্টা রাহুল কাগজ না দেখে ৫ মিনিটও বলতে পারেন না বলে মোদী কটাক্ষ করেন। সে প্রসঙ্গেই এই খোঁচা কংগ্রেস সভাপতির।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement