এক্সপ্লোর
সুষমাকে দেখতে গেলেন রাহুল

নয়াদিল্লি : কংগ্রেসের সহ সভাপতি রাহুল গাঁধী আজ বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজকে দেখতে এইমস এ গেলেন, যেখানে তিনি শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরেই ভর্তি রয়েছেন। রাহুল হাসপাতালের কার্ডিও নিউরো সেন্টারে বেশ কিছুটা সময় কাটান এবং সুষমার স্বাস্থ্যের ব্যাপারে খোঁজখবর নেন। এইমস-এ তিনি গত ২৫ এপ্রিল থেকে ভর্তি রয়েছেন। প্রসঙ্গত সুষমা স্বরাজের লোকসভায় বিরোধী দলের নেতা থাকার সময় থেকেই কংগ্রেসের সহ সভাপতি রাহুল গাঁধী ও তাঁর মা সনিয়া গাঁধীর সাথে তাঁর ভালো সম্পর্ক রয়েছে। গত বছরও তিনি অসুস্হ থাকার সময় রাহুল ও তাঁর মা সংসদে তাঁর খবরাখবর নিয়েছিলেন। সুষমার চিকিত্সার জন্য এইমস এ একটি মেডিকেল বোর্ডও তৈরি করা হয়েছে। দেশের প্রথম সারির এই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর স্বাস্থ্যের দ্রুত উন্নতি হচ্ছে এবং খুব শীঘ্রই তাঁকে ছেড়ে দেওয়া হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















