এক্সপ্লোর
Advertisement
রাহুল কাশ্মীরী ব্রাহ্মণ, গোত্র ‘দত্তাত্রেয়’, জানালেন পুস্করের মন্দিরের পুরোহিত
আজমেঢ়: রাহুল গাঁধী রাজস্থানের পুস্কর লেকের যে মন্দিরে সোমবার ভোটপ্রচারে বেরনোর আগে পুজো দেন, সেখানকার এক পুরোহিতের দাবি, কংগ্রেস সভাপতি কাশ্মীরী ব্রাহ্মণ, ‘দত্তাত্রেয়’ গোত্রভুক্ত। রাহুলের পুজোআচ্চার কাজ করিয়েছেন দীননাথ কাউল নামে ওই পুরোহিতই। মতিলাল নেহরু, জওহরলাল নেহরু, ইন্দিরা গাঁধী, সঞ্জয় গাঁধী, মানেকা গাঁধী, সনিয়া গাঁধীও ওই মন্দির, সেখানকার ঘাটে পুজো-প্রার্থনা করেছেন এবং তার নথি-প্রমাণও তাঁদের কাছে আছে বলে জানিয়েছেন দীননাথ। তাঁর দাবি, তাঁর কাছে কংগ্রেস সভাপতির বংশ লতিকার পুরানো নথি, কাগজপত্রও আছে। তাঁর পূর্বসূরীরা মতিলাল নেহরু, জওহরলাল নেহরু ও নেহরু-গাঁধী পরিবারের অন্য সদস্যদের পুষ্কর সরোবরে পুজো সম্পন্ন করেছেন।
দীননাথ বলেছেন, রাহুল এসেছিলেন, ঘাটে পুজো-প্রার্থনা করেছেন। এও জানিয়েছেন, তাঁর গোত্র দত্তাত্রেয়। দত্তাত্রেয়রা কউল আর কউলরা হলেন কাশ্মীরী ব্রাহ্মণ।
পুষ্কর সরোবরে পুজো দেওয়া রাহুলের পূর্বসূরীদের নাম লেখা নথিপত্রও সাংবাদিকদের দেখান দীননাথ।
রাহুলের ভোটপ্রচারে বেরিয়ে মন্দির দর্শনকে কটাক্ষ করছে বিজেপি। এর আগে গুজরাত বিধানসভা ভোটের প্রচারে ঘনঘন মন্দিরে যাত্রার ফাঁকে তিনি শুধু নিজেকে হিন্দু বলে ক্ষান্ত হননি, রীতিমতো পৈতেধারী হিন্দু বলে দাবি করেন, যা নিয়ে বিদ্রূপ করে কেন্দ্রের শাসক দল। গত মাসে রাহুলের মন্দির যাত্রা নিয়ে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেন, অ্যান্টনি কমিটি রিপোর্টের পর লাগাতার ফ্যান্সি ড্রেসের মতো হিন্দু আচার পালন করে দেখাচ্ছেন উনি। হিন্দুদের বিভ্রান্ত করতে পৈতে বের করে দেখাচ্ছেন। আমরা বলছি, উনি পরিষ্কার করে বলুন, কী গোত্র ওনার। কিন্তু এর উত্তর না দেওয়ায় লোকে রাহুলকে ভ্যাটিকান গোত্রের ব্রাহ্মণ বলে হাসি ঠাট্টা করছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement