এক্সপ্লোর
মার্কিন নাগরিকদের প্রতারণা, ঠানের কল সেন্টারে পুলিশের হানা, আটক ৫০০ কর্মী

ঠানে: মার্কিন নাগরিকদের হুমকি দিয়ে তাঁদের আর্থিক দিক থেকে প্রতারিত করার অভিযোগে মহারাষ্ট্রের ঠানের মীরা রোড এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি কল সেন্টারের প্রায় ৫০০ কর্মীকে আটক করল পুলিশ। পুলিশ সূত্রে এ কথা জানানো হয়েছে। গতকাল গভীর রাত থেকে অভিযান শুরু করে ২০০ জন পুলিশের একটি দল। তাঁদের বেশিরভাগই ক্রাইম ব্র্যাঞ্চের। আজ ভোর পর্যন্ত চলে অভিযান। মীরা রোডের ওই কল সেন্টারগুলি ঠানে গ্রামীণ পুলিশের আওতাধীন। ওই কলসেন্টারের কর্মীরা নিজেদের মার্কিন আয়কর বিভাগের আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে সেখানকার নাগরিকদের ফোন করতেন বলে পুলিশ জানিয়েছে। মার্কিন নাগরিকদের ফোন করে কল সেন্টার কর্মীরা তাঁদের আর্থিক ও ব্যাঙ্ক সংক্রান্ত বিভিন্ন তথ্য চাইতেন। তা দিতে না পারলে আইনি ব্যবস্থা গ্রহণের হুমকি সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ভয় দেখানো হত। এরপর ওই মার্কিন নাগরিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যোগাড় করে অর্থ হাতিয়ে নিতেন। পুলিশ জানিয়েছে, এই প্রতারণার পরিমাণ দৈনিক প্রায় ১ কোটি টাকা। কল সেন্টার কর্মীদের এই অবৈধ কাজকর্ম সম্পর্কে অভিযোগ পেয়ে নজরদারি শুরু করে পুলিশ। এরপর গতকাল গভীর রাতে আচমকাই হানা চালানো হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রতারণা চক্রের বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















