এক্সপ্লোর
Advertisement
লাতুরে জলের জন্য ৪ কোটি টাকা নেবে না রেল
মুম্বই: খরাবিধ্বস্ত লাতুরে ট্রেনে করে জল পাঠানোর জন্য জেলা প্রশাসনের কাছে ৪ কোটি টাকার বিল পাঠিয়েও তা ফিরিয়ে নিল ভারতীয় রেল। খরাবিধ্বস্ত মারাঠাওয়াড়ায় সমস্যা না মেটা পর্যন্ত জল সরবরাহ করার প্রতিশ্রুতিও দিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেলমন্ত্রী সুরেশ প্রভু নিজে খরাবিধ্বস্ত অঞ্চলে ট্রেনে করে জল পাঠানোর বিষয়টির তদারকি করছেন। তিনি রেলের আধিকারিকদের জল পাঠানোর কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এর জন্য খরচের বিষয়টির মীমাংসা পরে করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।
এর আগে মধ্য রেলের জেনারেল ম্যানেজার এস কে সুদ জানান, লাতুরে জল দেওয়ার জন্য পরিবহণের খরচ বাবদ জেলাশাসককের দফতরে ৪ কোটি টাকার বিল পাঠানো হয়েছে। তবে তিনি আরও বলেন, প্রশাসনিক অনুরোধেই বিল পাঠানো হলেও লাতুরের জেলা প্রশাসন যদি অর্থ ছাড়ের জন্য নির্দিষ্ট পন্থা মেনে আবেদন জানায় তাহলে রেল এই অর্থ মকুব করতে পারে। রেলমন্ত্রীর হস্তক্ষেপে শেষপর্যন্ত বিল ফিরিয়েই নেওয়া হল।
গত ১২ এপ্রিল লাতুরে প্রথম ‘জলদূত’ পৌঁছয়। রাজস্থানের কোটা থেকে জল নিয়ে বিশেষ এই ট্রেন লাতুরে যায়। এখনও পর্যন্ত লাতুরে ৬.২০ কোটি লিটার জল পৌঁছে দিয়েছে ভারতীয় রেল। ২০১৩ সালের জানুয়ারি মাসে খরাবিধ্বস্ত মারাঠাওয়াড়ায় জল পৌঁছে দেওয়ার জন্য প্রথমবার রেলের সঙ্গে চুক্তি করে মহারাষ্ট্র সরকার। তখন ঠিক হয়েছিল, প্রতিদিন ৫ লক্ষ লিটার জল নিয়ে যাবে বিশেষ ট্রেন। এবার খরার প্রকোপ মাত্রাতিরিক্ত হওয়ায় জল সরবরাহ চালিয়ে যাচ্ছে রেল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement