এক্সপ্লোর
Advertisement
‘আপনারা কি নৌকায় এসেছেন?’, বৃষ্টি-বেহাল দিল্লিতে মন্তব্য কেরির
নয়াদিল্লি: বৃষ্টিতে কাহিল কেরি!
গত দুদিন ধরে বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি। ভরা বর্ষায় যানবাহন চলাচল কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। বিভিন্ন রাস্তা জলমগ্ন হওয়ায় সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে। রাজধানীর বড় সড়কগুলিতে দীর্ঘ যানজট চোখে পড়েছে।
আর এই পরিবেশেই দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে রাজধানীতে পদার্পণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব জন কেরি।
এদিন দিল্লিতে বেশ কিছু কর্মকাণ্ড ছিল কেরির। তার মধ্যে অন্যতম ছিল দিল্লি আইআইটি-তে গিয়ে একটি আলোচনাসভায় অংশগ্রহণ করা।
বৃষ্টি ও ট্র্যাফিক জ্যামের ফলে নির্ধারিত সূচি থেকে প্রায় ৪০ মিনিট পরে পৌঁছন কেরি। মার্কিন বিদেশসচিব যে হোটেলে রয়েছেন, সেই লীলা প্যালেস থেকে সাধারণত আইআইটি ক্যাম্পাসে পৌঁছতে ১৫ মিনিট লাগার কথা।
কিন্তু, এদিন জলমগ্ন রাস্তা পেরিয়ে যেতে গিয়ে ‘কাহিল’ হয়ে পড়েন জন কেরি। পরে অবশ্য এই পরিস্থিতি নিয়ে রসিকতা করেন কেরি।
আইআইটি-র অনুষ্ঠানে হাজির হয়ে উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে কেরির মন্তব্য, ‘এই যে আজ এখানে উপস্থিত সকলে হতে পেরেছেন, তার জন্য আপনাদের পুরস্কার প্রাপ্য। আমার জানা নেই আপনারা নৌকা বা কোনও অ্যাম্ফিবিয়াস ভেহিকেলে চেপে এসেছেন কি না। কিন্তু, আপনাদের আমি স্যালুট জানাচ্ছি।’
প্রবল বৃষ্টির জন্য দিনের বাকি কর্মকাণ্ড বাতিল করতে বাধ্য হন কেরি। এদিন তাঁর সিসগঞ্জ গুরুদ্বার, গৌরীশংকর মন্দির এবং জামা মসজিদে যাওয়ার কথা ছিল। কিন্তু, কোথাও যেতে পারেননি তিনি।
এমনকী, সোমবারও, বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথে যানজটে প্রায় এক-ঘণ্টা আটকে ছিল কেরির কনভয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement