এক্সপ্লোর
গাছ কাটার প্রতিবাদ, তরুণীকে পুড়িয়ে খুন

যোধপুর: নিজের জমিতে গাছ কাটার প্রতিবাদ করেছিলেন ললিতা প্রসাদ (২০)। এরই জেরে তাঁকে আগুনে পুড়িয়ে হত্যা করা হল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুরে। তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পিপড়া শহরে নিজের খামারে গাছ কাটার প্রতিবাদ করেন ললিতা। এই কারণেই তাঁর শরীরে পেট্রোল সহ বিভিন্ন দাহ্য তরল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গ্রামের প্রধান রণবীর সিংহও এই ঘটনার সঙ্গে জড়িত। ললিতার মৃতদেহ যোধপুরের একটি হাসপাতালে রাখা হয়েছে। মামলা দায়ের করেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















