এক্সপ্লোর
রাজস্থানের বারমেরে গ্রেফতার পাঁচ পাকিস্তানি

বারমের: রাজস্থানের বারমের সীমান্ত থেকে গ্রেফতার করা হল পাঁচ পাকিস্তানিকে। ধৃতদের মধ্যে দু জন মহিলা। আজ সকালে লখাসর গ্রাম থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমও সীমান্তের বর্তমান অবস্থার বিষয়ে আলোচনার জন্য পাক সেনাবাহিনীর ডিজিএমও-র সঙ্গে বৈঠক করছেন। এরই মধ্যে পাঁচ পাক নাগরিকের গ্রেফতার হওয়া তাৎপর্যপূর্ণ। গত সপ্তাহেই হরিয়ানার ঝাঝ্ঝর জেলার বাহাদুরগড় অঞ্চল থেকে এক পাকিস্তানিকে গ্রেফতার করা হয়। সে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিয়েছিল। বেঙ্গালুরু থেকেও তিন পাক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে এভাবে একের পর এক পাক নাগরিক গ্রেফতার হওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















