এক্সপ্লোর
Advertisement
পাকিস্তানের হয়ে চরবৃত্তি, গ্রেফতার মামা-ভাগ্নে
যোধপুর: পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে চরবৃত্তি করার দায়ে রাজস্থানের বারমের ও যোধপুর জেলা থেকে তিন জনকে গ্রেফতার করা হল। এরা সম্পর্কে মামা-ভাগ্নে। গত মাসে জয়সলমীর থেকে হাজি খান নামে এক চরকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করেই এই মামা ও তার দুই ভাগ্নের খোঁজ পাওয়া যায়। এরপরেই তাদের গ্রেফতার করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া সন্তোষ ওরফে সতরাম মাহেশ্বরী পাকিস্তান থেকে ভারতে এসে বসবাস শুরু করেছিল। বারমের জেলার সারুপে কা তালা গ্রামে তার বাড়ি। দুই ভাগ্নে বিনোদ ও সুনীল মাহেশ্বরীর বাড়ি যোধপুর জেলার রতনদা অঞ্চলে। গত কয়েক বছর ধরে বেআইনি মদের ব্যবসা ফেঁদে বসেছিল সন্তোষ। হাজির সঙ্গে আলাপ হওয়ার পর দু জনে মিলে সীমান্ত অঞ্চলে চরবৃত্তির কাজ শুরু করে। থর এক্সপ্রেসে চড়ে বেশ কয়েকবার পাকিস্তানেও গিয়েছে সন্তোষ। সে সেনাবাহিনী, বিএসএফ ও বিমানবাহিনীর অবস্থান, কার্যকলাপ, শিবির সংক্রান্ত তথ্য এবং সীমান্ত অঞ্চলের মানচিত্র পাচার করেছে। সন্তোষের দুই ভাগ্নে যোধপুরে থাকে। তারা কাপড়ের দোকানে কাজ করার আড়ালে চরবৃত্তির কাজে মামাকে সাহায্য করছিল।
এই তিন পাক চরকে গ্রেফতার করার পর যোধপুরেই জেরা করা হচ্ছে। তাদের কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। জয়পুরে নিয়ে গিয়ে তাদের আরও জেরা করা হবে বলে জানা গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement