এক্সপ্লোর
Advertisement
রাজনাথ সিংহকে গার্ড অফ অনার দিতে নারাজ রাজস্থান পুলিশ, নেওয়া হবে ব্যবস্থা
যোধপুর: রাজস্থানে মাইনে সংক্রান্ত অভিযোগের জেরে গতকাল গণছুটি নিলেন আড়াইশোর বেশি পুলিশকর্মী। এঁদের মধ্যে কয়েকজনের যোধপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে গার্ড অফ অনার দেওয়ার কথা ছিল কিন্তু বসুন্ধরা রাজে সরকারকে অস্বস্তিতে ফেলে তা অস্বীকার করেন তাঁরা।
পুলিশ কনস্টেবলদের মধ্যে গুজব ছড়িয়েছে, তাঁদের বেতন কমিয়ে দেওয়া হবে। তাই রাজ্য সরকারের ওপর চাপসৃষ্টি করতে তাঁদের এই সিদ্ধান্ত।
রাজনাথকে গার্ড অফ অনার দেওয়ার জন্য নির্বাচিত পুলিশ কর্মীদের কয়েকজন আচমকা ছুটি নেওয়ায় সমস্যায় পড় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শেষে অন্য জায়গা থেকে পুলিশ এনে গার্ড অফ অনারের ব্যবস্থা করা হয়।
যোধপুরের পুলিশ কমিশনার জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুমোদন ছাড়া যে পুলিশকর্মীরা একসঙ্গে গতকাল ছুটি নেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কনস্টেবলদের অভিযোগ, তাঁদের মাইনে এখনকার ২৪,০০০ টাকা প্রতি মাস থেকে কমিয়ে ১৯,০০০ করে দেওয়া হবে বলে কানে এসেছে তাঁদের। এমনই একটি হোয়াটসঅ্যাপ বার্তা ভাইরাল হয়ে গিয়েছে তাঁদের মধ্যে। ঠিক দীপাবলীর আগে এই প্রতিবাদে সমস্যায় পড়েছে বসুন্ধরা সরকার, কারণ সংবেদনশীল এলাকাগুলিতে পাহারা দেওয়ার লোক মিলছে না।
ডিজিপি গতকাল আইজি ও ডিএসপিদের নির্দেশ দিয়েছেন, বিক্ষোভরত কনস্টেবলদের সঙ্গে কথা বলে তাঁদের জানাতে, যে মাইনে কমানোর কোনও পরিকল্পনা সরকারের নেই। জয়পুরের ২ জন কনস্টেবল টাকা কমানোর প্রতিবারে মাথা কামিয়েছেন। তাঁদের পুলিশ লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement