এক্সপ্লোর
পরপর চুরি রাজধানী এক্সপ্রেসে, চোর ধরতে ফাঁদ পেতেছে রেল

নয়াদিল্লি: রাজধানী এক্সপ্রেসে নিয়মিত চুরি হচ্ছে ইদানীং। ১৬ তারিখ অগাস্ট ক্রান্তি রাজধানী এক্সপ্রেসে চুরি তো হয়েছেই। তার আগে আরও দুটি রাজধানীতে একইভাবে চুরি হয়েছে। রেল পুলিশ মনে করছে, যাত্রী সেজে ট্রেনে ওঠা চোরেরাই সুযোগ বুঝে চম্পট দিচ্ছে অন্যের মালপত্র নিয়ে।
চোরবাবাজিদের শায়েস্তা করতে এবার রাজধানীতে ফাঁদ পেতেছে আরপিএফ। যাত্রী সেজে ট্রেনে উঠছেন রেল পুলিশ কর্মীরা। তাঁরা কামরায় কামরায় ঘুরছেন, কথাবার্তা শুনছেন কান পেতে। মূলত মুম্বই-দিল্লি রাজধানী ও অগাস্ট ক্রান্তি রাজধানীতেই এই নকল যাত্রীরা রয়েছেন। রয়েছে সশস্ত্র রেল পুলিশও।
রেলওয়ে দেখেছে, রাজধানীতে যে কটি চুরির ঘটনা সাম্প্রতিককালে ঘটেছে, সবগুলিই হয়েছে রতলাম থেকে কোটা স্টেশনের মধ্যে। অগাস্ট ক্রান্তিতে তো গয়নাগাটি, নগদ মিলিয়ে ১০-১৫ লাখ টাকা চুরি হয়েছে ঘুমন্ত যাত্রীদের কাছ থেকে। রেল মনে করছে, গোটা ঘটনার একটি নির্দিষ্ট ধরন রয়েছে।
অগাস্ট ক্রান্তির যাত্রীদের ডিজিটাল ফুটপ্রিন্ট স্ক্যান করে দেখা হচ্ছে, এঁরা কেউ ৯ তারিখ মুম্বই-দিল্লি রাজধানীতে উঠেছিলেন কিনা। ওই ট্রেনেরও ৩ যাত্রী একইভাবে চুরির অভিযোগ করেন।
অনেক যাত্রী আবার অভিযোগ করেছেন, রেলের প্যান্ট্রি কার কর্মীরাই এর সঙ্গে জড়িত। অন্য রেল কর্মীদেরও এই চুরিয়ে যোগসাজস রয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
