সব কাশ্মীরি জঙ্গি নয়, টুইটারে আক্রমণের জবাবে রাজনাথ
নয়াদিল্লি: সব কাশ্মীরি জঙ্গি নয়। টুইটারে আক্রমণের জবাবে এই মন্তব্য করলেন রাজনাথ সিংহ। তিনি জানান, দেশের সর্বত্র শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখাই তাঁর কর্তব্য।
গতকাল অনন্তনাগে অমরনাথ তীর্থাযাত্রীদের ওপর হামলার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী টুইটারে দাবি করেন, জঙ্গি হামলার নিন্দায় সোচ্চার হয়েছে গোটা কাশ্মীর। তিনি লেখেন, অমরনাথ পূণ্যার্থীদের প্রাণহানিতে আমি গভীর শোকাহত। একইসঙ্গে, এই হামলার নিন্দা করার জন্য কাশ্মীরবাসী ও সমাজের সকল শ্রেণির মানুষকে কুর্নিশ করছি। রাজনাথ যোগ করেন, এর থেকেই স্পষ্ট, কাশ্মীরিয়তের আসল সত্ত্বা এখনও বেঁচে আছে।
মন্ত্রীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন একটি ভ্রমণ সংস্থার কর্ণধার। সুচি সিংহ কলরা নামে ওই ব্যক্তি রাজনাথকে টুইটারে বলেন, কেউ এটা নিয়ে ভাবতে চায় না যে জম্মু ও কাশ্মীরে কাশ্মীরিয়ত জীবিত আছে কি না। সকলে চায়, হামলায় জড়িত জঙ্গিদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক। এর উত্তরে রাজনাথ লেখেন, আমিও তাই চাই। একইসঙ্গে এটা আমার কর্তব্য দেশের সর্বত্র শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা। সব কাশ্মীরি সন্ত্রাসবাদী নয়।
এই টুইট বিনিময়ের কয়েক ঘণ্টার মধ্যেই অবশ্য কলরা তাঁর টুইটার অ্যাকাউন্টটি ডিলিট করে দেন। গতকাল, অনন্তনাগে অমরনাথ তীর্থযাত্রী বোঝাই বাস লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তাতে ৫ মহিলা সহ ৭ তীর্থযাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও ১৯ জন। এদিন নয়াদিল্লিতে রাজনাথের নেতৃত্বে কেন্দ্রের উচ্চপর্যায়ের বৈঠকে বসে। সূত্রের খবর, সেখানে হামলাকারীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।