সন্ত্রাসদমন সহযোগিতা, মৌলবাদ সমস্যা নিয়ে আলোচনা, বাংলাদেশ সফরে যাচ্ছেন রাজনাথ
নয়াদিল্লি: সন্ত্রাসদমন সহযোগিতা বৃদ্ধি ও তরুণদের মধ্যে মৌলবাদের প্রবণতা কমানোর লক্ষ্যে আগামী মাসে বাংলাদেশ সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।
কেন্দ্রীয় সূত্রের খবর, আগামী ১৪ জুলাই থেকে শুরু হতে চলা ওই তিনদিনের বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে কথা বলবেন রাজনাথ।
কেন্দ্রের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠকে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হবে রাজনাথের। দুদেশের মধ্যে সন্ত্রাসদমন মেকানিজমকে কোন পথে আরও মজবুত করা যায় এবং সেদেশের তরুণদের মধ্যে যেভাবে মৌলবাদের বীজ বপন করছে জঙ্গি-গোষ্ঠীগুলি, তা কীভাবে রোখা যায়, সেই নিয়ে আলোচনা হবে।
ওই আধিকারিক জানান, রাজনাথের সঙ্গে বাংলাদেশ সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রক ও সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) শীর্ষ কর্তাব্যক্তিরা। দুদেশের সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, গরু, মাদক ও অস্ত্রের চোরাচালানকে দমন করার উপায় নিয়েও বৈঠকে আলোচনা হবে।
কেন্দ্রের অভিযোগ, বাংলাদেশি অপরাধীদের হাতে ক্রমাগত আক্রান্ত হচ্ছে বিএসএফ। এছাড়া, বাংলাদেশ সীমান্ত দিয়ে এদেশে ঢুকছে প্রচুর পরিমাণ জালনোট। সূত্রের খবর, আসন্ন দ্বিপাক্ষিক বৈঠকে এই দুটি ইস্যুর ওপর জোর দেবে ভারত।
কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, গতবছর প্রায় ৬৯ লক্ষ টাকা মূল্যের জালনোট বাংলাদেশ সীমান্ত থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। চলতি বছর মার্চ মাস পর্যন্ত ১৩.৬৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে, গত বছর বাংলাদেশি অপরাধীদের হামলায় ২ বিএসএফ জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২২ জন। ২০১৬ সালে ১০৬ জন জওয়ান আহত হয়েছিলেন। এই নিয়ে অতীতেও প্রতিবেশী রাষ্ট্রের কাছে যথেষ্ট উদ্বেগপ্রকাশ করেছে ভারত সরকার।