এক্সপ্লোর
Advertisement
রাজ্যসভার ভোটের গণনায় ক্রস ভোটিংয়ে টানটান লড়াই উত্তরপ্রদেশে
নয়াদিল্লি:# উত্তরপ্রদেশে বিজেপি ও বিএসপি-র একটি করে ভোট বাতিল।
দেশের বিভিন্ন রাজ্যের ২৫ রাজ্যসভা আসনের ভোটগ্রহণ শেষে ভোট গণনা শুরু হয়ে গিয়েছে।
ছত্তিশগড়ে বিজেপি প্রার্থী সরোজ পান্ডে জিতেছেন।
ঝাড়খণ্ড থেকে ক্রশ ভোটিংয়ের খবর এসেছে। বাবুলাল মারান্ডির দল ঝাড়খণ্ড বিকাশ মোর্চার বিধায়ক প্রকাশ রামের বিরুদ্ধে ক্রশ ভোটিংয়ের অভিযোগ। জেভিএম তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে। তাদের অভিযোগ, ওই বিধায়ক ভোট দানের পর তা দলের অবজার্ভারকে দেখাননি। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ঝাড়খণ্ডে ভোটগণমা স্থগিত হয়ে যায়। ভোটের অঙ্কে ঝাড়খণ্ডে কংগ্রেস ও বিজেপির একজন করে প্রার্থীয় জয় নিশ্চিত। কিন্তু বিজেপি দুই প্রার্থী দাঁড় করিয়ে চাল দিয়েছে।
রাজ্যসভার ২৫টি আসনে ভোটে সকলের নজর কেড়ে নিয়েছে উত্তর প্রদেশের ১০টি আসন। ৮টি আসনে বিজেপি ও ১টিতে সপা-র জয় নিশ্চিত। দশম আসনটি নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। মায়াবতীর উদ্বেগ বাড়িয়ে বিজেপি প্রার্থীদের ভোট দিলেন তাঁর দলের বিধায়ক অনিল সিংহ। বৃহস্পতিবার রাতে তিনি দেখা করেছিলেন যোগী আদিত্যনাথের সঙ্গে। অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে বিজেপিকে ভোট দিয়েছেন বলে জানান উন্নাওয়ের পূরওয়ার এই বিধায়ক। মুখ্যমন্ত্রীর নাম না করে বলেন, মহারাজ জীর সঙ্গে আমি থাকছি।
এরইমধ্যে বিজেপি শিবিরে অস্বস্তির খবর। বিজেপির সহযোগী সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির বিধায়ক কৈলাশ নাথ সোনকার ক্রশ ভোটিং করেছেন বলে খবর।
বিএসপি একমাত্র প্রার্থী ভিমরাও অম্বেডকরকে রাজ্যসভায় পাঠাতে হলে প্রতিটি ভোট তাদের কাছে মহামূল্যবান। অনিলের ক্রশ ভোটিংয়ের পর সুহেলদেব ভারতীয় পার্টি বিধায়কের ক্রশ ভোটিংয়ে লড়াই আরও তীব্র হল বলে মনে করা হচ্ছে। দলের বিধায়কের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয় বিএসপি। তাদের অভিযোগ, অনিল ভোটদানের পর তা অবজার্ভারকে দেখাননি। এর পরিপ্রেক্ষিতে ভোট গণনা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।
সমাজবাদী পার্টির বিধায়ক নিতিন আগরওয়ালও ক্রশ ভোটিং করেছেন বলে খবর।
দুঘন্টা পর ফের ভোট গণনা শুরু হয়।
রাজা ভাইয়া সাফ জানিয়েছেন, সমাজবাদী পার্টির প্রার্থীকেই ভোট দিয়েছেন তিনি। ভোট দেওয়ার পর যোগীর সঙ্গে দেখা করেছিলেন তিনি। কিছুক্ষণ আগে সূত্র মারফত জানা গিয়েছিল যে, তিনি ও তাঁর সহযোগী এক নির্দল বিধায়ক বিজেপিকে ভোট দিয়েছেন। সেই খবর খারিজ করলেন রাজা ভাইয়া।
অনিল সিংহ ও নিতিন আগরওয়াল- উভয়ের ভোটই কমিশনের বৈধতা পেয়েছে।
ক্রস ভোটিংয়ের খবর মিলেছে এসপি থেকেও। তাদের নীতিন আগরওয়াল বিজেপিকে ভোট দিয়েছেন। হরদইয়ের এই বিধায়কের বাবা নরেশ আগরওয়াল এ মাসের গোড়ায় বিজেপিতে যোগ দেন। মানুষ সপা-বসপার অশুভ জোটকে শাস্তি দেবে বলে মন্তব্য করে তিনি বলেন, একজন সমাজসেবক (নরেশ আগরওয়াল)কে উপেক্ষা করে এক মনোরঞ্জনকারীকে (জয়া বচ্চন) বেছে নিল সপা। এটা দুর্ভাগ্যজনক।
৫৯টি শূন্য রাজ্যসভা আসনের মধ্যে ৩৩ জন প্রার্থী ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিজেপির আশা, এই ভোটে অন্তত গোটা বারো আসন তাদের ঝুলিতে আসবে। এর ফলে ২৪৫ জন সদস্য বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষে তারা একক বৃহত্তম দল হবে ঠিকই কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া এখনও বহু দূর।
ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৯টায়, চলবে বিকেল ৪টে পর্যন্ত। ৫টা থেকে গণনা। ভোট হতে চলেছে পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, তেলঙ্গানা, কর্নাটক, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে। এছাড়া কেরলের একটি আসনে আজ উপনির্বাচন। এখানে জেডিইউয়ের শরদ যাদব সমর্থিত প্রার্থী বীরেন্দ্র কুমার বামেদের সমর্থন নিয়ে ভোটে লড়ছেন কংগ্রেসের বাবু প্রসাদের বিরুদ্ধে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের এনডিএ-তে ফেরার সিদ্ধান্তের প্রতিবাদে বীরেন্দ্র রাজ্যসভা থেকে ইস্তফা দেন।
বিরোধী কংগ্রেস এই ভোটে গোটাচারেক আসন খোয়াতে চলেছে। পশ্চিমবঙ্গের ৫টি আসন, প্রার্থী সংখ্যা ৬। তৃণমূলের ৪ প্রার্থী, এছাড়া তারা সমর্থন করছে কংগ্রেসের অভিষেক মনু সিংহভিকে।
উত্তর প্রদেশে আবার ১০টি আসনে ভোট হলেও প্রার্থী সংখ্যা ১১ জন। ১০টি আসনের মধ্যে ১টিতে জয় নিয়ে এসপি নিশ্চিত কিন্তু বিএসপিকে জিতিয়ে আনা নিয়ে চাপে রয়েছে তারা।
ক্ষমতাসীন বিজেপির এখানে রয়েছেন ৮ জন প্রার্থী, এছাড়া তারা সমর্থন করছে এক নির্দলকে। উত্তর প্রদেশে এক একটি আসনে জিততে প্রতিটি দলকে পেতে হবে অন্তত ৩৭টি ভোট। ৩০০-র বেশি বিধায়ক নিয়ে বিজেপির ৮টি আসন জয় নিশ্চিত। উল্টোদিকে বিএসপির আছেন ১৯ জন বিধায়ক, পাশাপাশি এসপির ৮, কংগ্রেসের ৭ ও অজিত সিংহের দলের ১ বিধায়কের সমর্থন রয়েছে তাদের সঙ্গে। কিন্তু সমস্যা হল বিএসপির হয়ে ভোট দিতে চলা এসপি ও বিএসপির দুই বিধায়ক জেলে রয়েছেন, তাঁরা ভোট দিতে পারবেন না। ২ নির্দল বিধায়কের অবশ্য বিএসপিকে ভোট দেওয়ার কথা, তারপরেও তাদের আরও একটি ভোট দরকার। বিজেপি ওই আসনে নির্দল প্রার্থীকে সমর্থন করছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও এ রাজ্য থেকে লড়ছেন।
ঝাড়খণ্ডে ৩টি আসনে ভোট, কর্নাটকেও ৪টিতে। ছত্তিশগড়ে ১টি আসনে ভোট, তেলঙ্গানাতে ভোট হচ্ছে ৩টি আসনে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement