এক্সপ্লোর
Advertisement
আলোচনার মাধ্যমেই অযোধ্যা সমস্যার সমাধান হওয়া উচিত, বললেন আদিত্যনাথ
লখনউ: অযোধ্যা বিতর্কের সমাধানের জন্য সুপ্রিম কোর্টের প্রস্তাবের সঙ্গে সহমত ব্যক্ত করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট বিবদমান পক্ষগুলির মধ্যে আলোচনার মাধ্যমে রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিতর্কের সৌহার্দ্যপূর্ণ সমাধানের প্রস্তাব দিয়েছে। আরএসএস-এ মুখপাত্র পাঞ্চজন্য-কে দেওয়া সাক্ষাত্কারে সুপ্রিম কোর্টের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন যোগী। তিনি বলেছেন, আলোচনার মাধ্যমেই সমস্যার শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। এ ব্যাপারে যে কোনও ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত সরকার।
উত্তরপ্রদেশের নতুন সরকারের বেআইনি কসাইখানা বন্ধের সিদ্ধান্তের পক্ষেও সওয়াল করছেন যোগী। তিনি বলেছেন, ইলাহাবাদ হাইকোর্টের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খাদ্য হিসেবে মাংস ভক্ষন সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেছেন, সংবিধান এ ব্যাপারে মানুষকে স্বাধীনতা দিয়েছে। তাই তিনি কারুর ব্যক্তিগত রুচির ওপর নিয়ন্ত্রণ জারি করতে পারেন না। তবে একইসঙ্গে তিনি বলেছেন, তবে একটা সীমা মেনেই এই স্বাধীনতার ব্যবহার করা উচিত। যোগী বলেছেন, বেআইনি কিছু হলে সরকার অবশ্যই তা দমন করবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement