এক্সপ্লোর
Advertisement
রামায়ণের চরিত্ররা জাতপাতের শংসাপত্র নিয়ে তৈরি থাকুন, হনুমান প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ শিবসেনা
মুম্বই: রামায়ণের রামভক্ত হনুমান পড়েছেন মহাসংকটে। সৌজন্যে ভারতীয় জনতা দলের উত্তরপ্রদেশের নেতারা। তিনি জাঠ না মুসলিম, নাকি দলিত, তাই নিয়ে সরগরম রাজনৈতিক মহল। এই ব্যাপারে একের পর এক অভিনব ব্যাখ্যা উঠে আসছে। এমত পরিস্থিতিতে রামায়ণের অন্যান্য চরিত্ররা জাত পাতের শংসাপত্র নিয়ে তৈরি থাকুন বলে শ্লেষাত্মক মন্তব্য করল শিবসেনা। তারা তাদের মুখপত্র সামনা-র সম্পাদকীয়তে এই বিষয়ে লেখা হয়েছে, হনুমানের জাত নিয়ে এই তর্জা অন্যায্য ও অর্থহীন। কিছুদিন আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হনুমানকে দলিত শ্রেণির প্রতিনিধি বলে দাবি করেন। আবার আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্য লক্ষ্মী নারায়ণ চৌধুরি হনুমানকে বিধানসভায় অন রেকর্ড জাঠ বলে দাবি করেন। শিবসেনার বক্তব্য, এইভাবে উত্তরপ্রদেশ মন্ত্রিসভায় নতুন রামায়ণ লেখা হচ্ছে। শিবসেনার সম্পাদকীয়তে লেখা হয়েছে, এই ভাবে আদতে হনুমানের অপমানই করা হচ্ছে। অযোধ্যার মাটিতে রামমন্দির তৈরির পরিকল্পনা চলছে। অন্যদিকে উত্তরপ্রদেশের বিজেপি নেতারা রাম ভক্তদের জাত খুঁজতে ব্যস্ত। এইভাবে হনুমান চরিত্রটি নিয়ে মজা করা হচ্ছে। অথচ যারা নিজেদের হিন্দুত্বের অভিভাবক হিসেবে দাবি করে, তারা মুখে কুলুপ এঁটেছে। এই বিতর্কের সূচনা হয় যোগী আদিত্যনাথের বক্তব্য থেকে। রাজস্থানে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে তিনি বলেন, হনুমান অরণ্যে বাস করতেন, তিনি দলিত ছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement