এক্সপ্লোর
Advertisement
টিসিএস বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিলেন রতন টাটা, অভিযোগ সাইরাস মিস্ত্রির
মুম্বই: ফের টাটা গোষ্ঠীকে আক্রমণ সাইরাস মিস্ত্রির। টাটা গোষ্ঠীর বহিষ্কৃত চেয়ারম্যানের চাঞ্চল্যকর অভিযোগ, টিসিএসকে বিক্রি করে দিতে চেয়েছিলেন রতন টাটা।
সাইরাস মিস্ত্রির অফিসের তরফে জারি করা এক বিবৃতিতে দাবি করা হয়েছে, টাটা কনসালটেন্সি সার্ভিসেসকে তিনি উন্নতির শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। পাশাপাশি তাঁর বিস্ফোরক অভিযোগ, নব্বইয়ের দশকে আইবিএম টিসিএসকে কিনে নেওয়ার প্রস্তাব দেয়। সেই প্রস্তাব নিয়ে জেআরডি টাটার সঙ্গে দেখাও করেন ছেলে রতন টাটা। কিন্তু টিসিএসের তত্কালীন চেয়ারম্যান এফসি কোহলি অসুস্থ ছিলেন বলে কথা বেশি দূর এগোয়নি।
সাইরাসের এই অভিযোগ সম্পর্কে কোনও মন্তব্য করেনি টাটা গোষ্ঠী। গত ২৪ অক্টোবর, মাত্র চার বছরের মাথায় টাটা সনসের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় সাইরাস মিস্ত্রিকে। এরপর টিসিএস এবং গ্লোবাল বেভারেজ-এর চেয়ারম্যান পদ থেকে অপসারিত করা হয় সাইরাস মিস্ত্রিকে। বোর্ড সদস্যদের ভোটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় টাটা গ্রুপ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খবর
শিক্ষা
Advertisement