পাকিস্তান সহ ৩ দেশের সংখ্যালঘুদের ভারতে নাগরিকত্বের রেজিস্ট্রেশন ফি কমে ১০০ টাকা
যোধপুর: পাকিস্তান সহ তিন প্রতিবেশী দেশ থেকে আসা হিন্দু ও অন্য সংখ্যালঘু শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব পেতে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ফি ১৫ হাজার টাকা থেকে কমে হল ১০০ টাকা। এজন্য ২০০৯ সালের নাগরিকত্ব সংক্রান্ত বিধির নানা ধারা সংশোধন করা হয়েছে।
এ ব্যাপারে এক গেজেট বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, নতুন নিয়মটি পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা ও ভারতে দীর্ঘমেয়াদি ভিসা নিয়ে বসবাসকারী হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের ক্ষেত্রে কার্যকর হবে। তবে এই দেশগুলির বাইরে অন্য জায়গা থেকে আসা সংখ্যালঘুদের ভারতে রেজিস্ট্রেশন বাবদ ফি দিতে হবে ১০ হাজার টাকা। অন্যত্র রেজিস্ট্রিভুক্ত হলে তাদের দিতে হবে ১৫ হাজার টাকা ফি।
এই সিদ্ধান্তে খুশি শরণার্থী, উদ্বাস্তুদের দাবিদাওয়া নিয়ে আন্দোলন করা স্বেচ্ছাসেবী গোষ্ঠী সীমান্ত লোক সংগঠন-এর চেয়ারম্যান হিন্দু সিংহ সোধা বলেছেন, এর ফলে প্রতিবেশী দেশ থেকে আসা উদ্বাস্তুদের বিরাট সুরাহা হবে। এরা গরিব মানুষ। আবেদনপত্রের ফি কমানোর দাবি দীর্ঘদিনের।