এক্সপ্লোর
৩১ মার্চ রিলায়েন্স জিও প্রাইম মেম্বারশিপের মেয়াদ শেষ, এরপর গ্রাহকদের জন্যে কী অপেক্ষা করছে, জানেন?

নয়াদিল্লি: ২০১৭ সালের পয়লা এপ্রিল থেকে চালু হয়েছিল টেলিকম সংস্থা রিলায়েন্স জিও-র প্রাইম মেম্বারশিপের সাবস্ক্রিপশন। এবছর ৩১ মার্চ তার মেয়াদ শেষ হচ্ছে। এবার তাহলে এই টেলিকম সংস্থার গ্রাহকদের জন্যে কী অপেক্ষা করছে। শিগগিরই কি জিও-র তরফে নয়া কোনও লাভজনক প্যাকেজ ঘোষণা করা হবে? গত বছর রিলায়েন্স জিও লাভজনক বিভিন্ন প্যাকেজ ঘোষণার পর টেলিকম ইন্ডাস্ট্রিকে কার্যত নিজেদের আওতে এনে ফেলে। তারপর জিও-র সঙ্গে টক্কর দিতেই অন্যান্য সংস্থাও বিভিন্ন ধরনের প্যাকেজ অফার করে গ্রাহকদের। বাজারে আসার সঙ্গে সঙ্গে প্রথম ছ মাস ফ্রি অফার দেয় জিও। তারপর চালু করা হয় ৯৯ টাকার প্রাইম মেম্বারশিপ। এই স্কিমে কম টাকায় রিচার্জের সুবিধা ও পরবর্তী এক বছরের জন্যে বাড়তি সুবিধার কথাও ঘোষণা করে জিও। এক নজরে দেখে নেব প্রাইম মেম্বারশিপে কী কী বিশেষ সুবিধার কথা ঘোষণা করেছিল জিও
- ফ্রি আনলিমিটেড ডেটা এবং এক বছরের জন্যে ফ্রি ভয়েস সার্ভিস। তারজন্যে দিনপ্রতি ১০ টাকা করে দিতে হবে
- রিচার্জের বিশেষ প্ল্যান, সঙ্গে বাড়তি দীর্ঘমেয়াদি ডেটা
- জিও অ্যাপ স্যুটে ফ্রি অ্যাক্সেস। আপাতত ৩১ মার্চ এই প্রাইম মেম্বারশিপের মেয়াদ শেষ হওয়ার পর জিও-র গ্রাহকদের জন্যে কী অপেক্ষা করছে দেখে নেব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















