এক্সপ্লোর
Advertisement
নিজের গ্রামে শেষকৃত্য সম্পন্ন হল শহিদ মেজর অমিত দেশওয়ালের
ঝজ্জর: আজ নিজের গ্রামে শেষকৃত্য সম্পন্ন হল মণিপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ সেনার বিশেষ বাহিনীর মেজর অমিত দেশওয়ালের। তাঁকে শ্রদ্ধা জানাতে শেষযাত্রায় পা মিলিয়ে ছিলেন বহু মানুষ।
প্রসঙ্গত, মণিপুরের তামেলং জেলায় রাষ্ট্রীয় রাইফেলস এবং বিশেষ বাহিনীর তল্লাশি অভিযানের সময় গুলি বিনিময়ে মৃত্যু হয় মেজর দেশওয়ালের। ২১ তম প্যারার মেজর দেশওয়ালের পেটে গুলি লাগে। তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। কিন্তু শেষপর্যন্ত তাঁর মৃত্যু হয়।
মেজর অমিতের শেষকৃত্যে উপস্থিত ছিলেন হরিয়ানার মন্ত্রী ওপি ধাঙ্কার, প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিংহ হুদা, স্থানীয় বিধায়ক গীতা ভুক্কাল এবং সেনা ও প্রশাসনিক বিভাগের সিনিয়র আধিকারিকরা।
তেরঙা পতাকায় মুড়ে দিল্লি থেকে ঝজ্জরে পুলিশ লাইনে নিয়ে আসা হয় অমিতের দেহ। সেখান থেকে বাড়িতে আনা হয় অমিতের নিথর দেহ। অমিতের বাড়িতে তাঁর স্ত্রী নীতা এবং ৩ বছরের ছোট একটি ছেলে রয়েছে। অমিতের বাবা ঋষি রাজ, তিনিও একজন অবসরপ্রাপ্ত সুবেদার। অমিতের কাকা শামশের ও আরও এক আত্মীয় সঞ্জীব দুজনেই ভারতীয় সেনায় কাজ করেন। অমিতের দাদু নাথু রাম, তিনিও সেনাবাহিনীতেই কাজ করছেন। অমিত শেষ বাড়িতে এসেছিলেন ফেব্রুয়ারি মাসে। ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে। এবার এলেন শেষবারের মতো।
ছোট ভাই অঙ্কিত দেশওয়াল শেষকৃত্যের কাজ সম্পন্ন করেন। দাদার দেহে অগ্নি সংযোগের সময় তাঁর গলা থেকে উচ্চারিত হয়, 'মেজর অমিত অমর রহে'।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement