এক্সপ্লোর
রাবড়ি দেবীর বাসভবনে ফের নিরাপত্তারক্ষী মোতায়েন করার নির্দেশ নীতীশ কুমারের

পটনা: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবী তাঁর বাসভবন থেকে নিরাপত্তারক্ষী তুলে নেওয়ার প্রতিবাদে রাজ্য সরকারের নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার পর নড়েচড়ে বসল রাজ্য সরকার। ফের রাবড়ীর বাসভবনে নিরাপত্তারক্ষী মোতায়েন করার নির্দেশ দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। যদিও রাবড়ি বলেছেন, ‘আমার নিরাপত্তা দরকার নেই। বিহারের মানুষ ও দলের কর্মীরাই আমার নিরাপত্তার বিষয়টি দেখবেন। তবে আমার পরিবারের কারও যদি খারাপ কিছু হয়, তাহলে রাজ্য সরকার দায়ী থাকবে।’
বিহার সরকারের পক্ষ থেকে সরকারিভাবে জানানো হয়েছে, ‘আজ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পটনায় পৌঁছনোর পরেই রাবড়ী দেবীর চিঠির বিষয়টি তাঁর নজরে আনা হয়। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবী ও তাঁর স্বামী লালুপ্রসাদ যাদবের বাসভবনে আজীবন নিরাপত্তার বন্দোবস্ত থাকা সত্ত্বেও কবে, কেন এবং কোন স্তরে নিরাপত্তার ক্ষেত্রে বদলের সিদ্ধান্ত নেওয়া হয়, তার ব্যাখ্যা দিতে হবে রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
অপরাধ
খুঁটিনাটি
Advertisement
