এক্সপ্লোর
Advertisement
দ্বন্দ্ব মেটেনি, মুলায়মের বাড়ি ছাড়ছেন অখিলেশ
লখনউ: উত্তরপ্রদেশের বিখ্যাত যাদব পরিবারে অশান্তি থামার লক্ষণ নেই। ৫, বিক্রমাদিত্য মার্গের বাসভবন ছেড়ে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব স্ত্রী, সন্তান সহ এবার থেকে থাকবেন ৫, কালিদাস মার্গে, তাঁর সরকারি বাসভবনে। এতদিন বাবা মুলায়ম সিংহ যাদবের সঙ্গে বিক্রমাদিত্য মার্গের বাড়িতেই থাকতেন তিনি।
মুখ্যমন্ত্রী হিসেবে কালিদাস মার্গে সরকারি বাসভবন পাওয়া সত্ত্বেও অখিলেশ এতদিন তাঁর বাবার বাসভবনে সাংসদ স্ত্রী ডিম্পল যাদব ও সন্তানদের নিয়ে থাকতেন। এছাড়াও ওখানে থাকেন মুলায়মের দ্বিতীয় স্ত্রী সাধনা গুপ্ত, ছোট ছেলে প্রতীক যাদব ও প্রতীকের স্ত্রী অপর্ণা। কিন্তু অখিলেশ কালিদাস মার্গের বাড়ি ঠিকঠাক করে রাখার নির্দেশ দিয়েছেন, নবরাত্রির দিন গৃহপ্রবেশ করবেন তিনি। লখনউয়ের রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বাবা-ছেলের চূড়ান্ত অশান্তি চলছে। এমনকী দু’জনের বাক্যালাপও বন্ধ। ডিসেম্বরে এটাওয়া জেলায় মুলায়মদের গ্রাম সাইফাইতে যে সাইফাই মহোৎসব হয়, তাতেও প্রথম ৫দিন যোগ দেননি অখিলেশ। মুখ্যমন্ত্রীর দুজন ঘনিষ্ঠ সহায়ককে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে মুলায়ম সাসপেন্ড করে দেওয়ায় চটে আগুন হয়ে যান তিনি। সেই সাসপেনশন তোলার পর তবেই তিনি যোগ দেন উৎসবে। তারপর কাকা শিবপাল যাদবকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে দেওয়া নিয়েও পিতা পুত্রের দ্বন্দ্ব চরমে ওঠে। সেই সমস্যা বাহ্যিকভাবে মিটলেও ‘অল ইজ ওয়েল’ যে এখনও নয়, তা অখিলেশের বাড়ি ছাড়ার সিদ্ধান্তেই স্পষ্ট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement