বিহারে শাসক মহাজোটে 'ফাটল', জেডিইউ ও আরজেডি-র সম্পর্কে চিড়
পটনা: বিহারে শাসক মহাজোটে ফাটল! জেজস্বী যাদবের ইস্যু নিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে শাসক শিবিরের দুই গুরুত্বপূর্ণ সদস্য জেডিইউ ও আরজেডি-র মতবিরোধ।
সম্প্রতি, জমি কেলেঙ্কারি মামলায় আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের পুত্র তথা বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বীকে অভিযুক্ত করেছে সিবিআই। এরপরই শাসক গোষ্ঠীরে মধ্যে ফাটল ধরা পড়েছে।
শুক্রবার, আরজেডি-র বিরুদ্ধে ৮০ জন বিধায়ক থাকার দম্ভ দেখানোর অভিযোগ তুলেছে জেডিইউ। দলের প্রধান মুখপাত্র সঞ্জয় সিংহ বলেন, ২০১০ সালের বিধানসভা নির্বাচনে ২২ জনে নেমে এসেছিল ওরা, এটা মাথায় রাখা উচিত।
তিনি যোগ করেন, ২০১৫ সালে ওই সংখ্যা বৃদ্ধি পেয়েছে কারণ, মানুষ নীতীশ কুমারকে দেখে ভোট দিয়েছেন। সঞ্জয়ের মতে, সেটার বদলে ওদের উচিত, অভিযোগের প্রেক্ষিতে নিজেদের নির্দোষ প্রমাণ করা।
দলের আরেক মুখপাত্র নীরজ কুমার বলেন, যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাঁদের উচিত সম্পত্তির উৎসের ব্যাখ্যা দিয়ে বিরোধী-মুখ বন্ধ করা। জেডিইউ সাফ জানিয়ে দিয়েছে, নীতীশ কুমারের ‘স্বচ্ছ ভাবমূর্তির’ সঙ্গে তারা কোনও মতেই আপস করবে না।
প্রসঙ্গত, ২৪৩ আসন বিহার বিধানসভায় আরজেডি ৮০ আসন পেয়েছে, জেডিইউ ৭১ আসন পেয়েছে এবং জোটের তৃতীয় দল কংগ্রেস পেয়েছে ২৭টি আসন। অন্যদিকে, বিরোধী বিজেপি পেয়েছে ৫৩টি আসন।