এক্সপ্লোর
Advertisement
ছেলে রণবীর ও তাঁর মাঝে অদৃশ্য দেওয়াল গড়ে উঠেছে, বললেন ঋষি
মুম্বই: ছেলে রণবীর আর তাঁর মাঝে অদৃশ্য একটা দেওয়াল গড়ে উঠেছে। একথাই জানালেন বলিউডের প্রবীণ অভিনেতা ঋষি কাপূর। রাখঢাক করে কথা বলাটা ঋষির স্বভাবের সঙ্গে কোনওদিনই সামঞ্জস্যপূর্ণ নয়। সিমি গারওয়ালের একটি শো-তে স্ত্রী নীতু কাপূরের সঙ্গে এসেছিলেন তিনি। সেখানে বলিউড নিয়ে কথাবার্তার সঙ্গে ছেলে রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়েও খোলামেলা মন্তব্য করলেন ঋষি।
বলিউডের বর্তমান প্রজন্মের মধ্যে পছন্দের অভিনেতা হিসেবে নিজের ছেলেকে নয়, রণবীর সিংহকে বেছে নিয়েছেন ঋষি। এ ব্যাপারে প্রশ্ন করা হলে চটজলদি ‘বাজীরাও মস্তানি’-তে রণবীর সিংহের অভিনয়ের প্রশংসা করেছেন।
যদিও ঋষি বলেছেন যে, তাঁর ছেলে রণবীরও যথেষ্ট ভালো অভিনেতা। কিন্তু কেরিয়ারের গোড়ার দিকে রণবীর যে সিনেমাগুলি বেছে নিয়েছিলেন তার সঙ্গে তিনি সহমত নন।
ঋষি বলেছেন, আমি ওর বাবা, সেক্রেটারি নই। যদিও রণবীরের কেরিয়ার দেখতাম, তাহলে ওকে ‘ওয়েক আপ সিদ’, ‘রকেট সিংহ’ বা ‘বরফি’-র মতো সিনেমা করতে দিতাম না।
সিনিয়র কাপূর বলেছেন, ‘বরফি’-র মুক্তির আগে লোকজন জিজ্ঞাসা করত, ‘তোমার ছেলের হয়েছেটা কী। ও অমল পালেকরের মতো হয়ে যাচ্ছে’।
কিন্তু শেষপর্যন্ত ছেলে তাঁরে ভুল প্রমাণ করে দিয়েছিলেন। এতে খুবই খুশি ঋষি।
ছেলের সঙ্গে সম্পর্ক নিয়ে বলতে গিয়ে ঋষি বলেছেন, তিনি রণবীরের সিনেমা খুব একটা দেখেন না। কারণ, সিনেমা উপভোগ করার থেকে সমালোচনা দিকেই ঝোঁকটা বেশি চলে আসে।
এরপরই ঋষি বলেছেন, তাঁর ও রণবীরের মাঝে অদৃশ্য একটা দেওয়াল গড়ে উঠেছে। এই প্রাচীর ভেঙে তাঁরা একে অপরের কাছে আসতে পারেন না।
নীতুও জানিয়েছেন, রণবীর এখনও বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না। নীতু না থাকলে বাবা ও ছেলে চুপচাপই থাকে। ঋষি আরও জানিয়েছেন, তাঁদের সন্তানরা মায়ের সঙ্গেই অনেক বেশি স্বচ্ছন্দ্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement