এক্সপ্লোর
৬৯ কেজি ওজনের কেক কেটে জন্মদিন পালন লালুর

পটনা: আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব ৬৯ বছরে পা দিলেন শনিবার। ৬৯ কেজি ওজনের কেক কেটে তিনি এদিন জন্মদিন পালন করেন। লালুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী, সহ সভাপতি রাহুল গাঁধী, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, রাজ্যপাল রামনাথ কোবিন্দ, যোগগুরু রামদেব।
লালু বলেছেন, জন্মদিনে তাঁর কামনা হল, ধর্মনিরপেক্ষ জোট সরকারের মাধ্যমে বিহারের আরও উন্নতি হোক।
এদিন সকাল থেকেই সরগরম পটনার ১০ নম্বর সার্কুলার রোড। এটাই লালুর বাসভবন। এই বাড়ির দরজা এদিন সবার জন্য খোলা। বহু মানুষ সকাল থেকেই ভিড় জমান। আরজেডি-র যুব শাখার পক্ষ থেকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ৬৯ কেজি ওজনের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিন লালুর বাসভবনে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান নীতীশ। তিনি বলেন, লালু যে অবস্থা থেকে রাজনীতির শীর্ষ স্তরে উঠে এসেছেন সেটা সবাইকে অনুপ্রেরণা জোগায়। তিনি জীবনের শুরু থেকেই লড়াই করছেন। তাঁর আরও উন্নতি হোক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
Advertisement























