এক্সপ্লোর
Advertisement
শ্লীলতাহানিতে বাধা দিয়ে জখম আরজেডি বিধায়কের বোন, মৃত্যু হাসপাতালে
পটনা: যৌন হয়রানিতে বাধা দিতে গিয়ে গুরুতর আহত আরজেডি বিধায়কের বোনের মৃত্যু হল হাসপাতালে। বিহারের ক্ষমতাসীন জোটের শরিক আরজেডি বিধায়ক সরোজ যাদবের বোন শৈলী দেবী গত সোমবার ভোজপুরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, চান্দলি থানার কেশোপুরের বাসিন্দা শৈলী স্থানীয় এক ডাক্তারের কাছে ওষুধ নিয়ে ফিরছিলেন। পথে নরভিপুর গ্রামের কাছে অটো রিক্সা আরোহী পাঁচ ব্যক্তি বছর চল্লিশের শৈলীর শ্লীলতাহানির চেষ্টা করে। তিনি রুখে দাঁড়ালে এক দুষ্কৃতী তাঁর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। আরা-গামী রাস্তার ধার থেকে শৈলীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে ইন্দিরা গাঁধী ইন্সস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করা হয়। গতকাল তাঁর মৃত্যু হয়েছে।
শৈলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। বারহারার বিধায়ক সরোজের সমর্থকরা পটনা-আরা সড়ক অবরোধ করেন। প্রায় চার ঘন্টা যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। পদস্থ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের হস্তক্ষেপে অবশেষে অবরোধ ওঠে।
এদিন সকালে দুই অভিযুক্ত আরা আদালতে আত্মসমর্পণ করেছে বলে জানা গিয়েছে।
একমাত্র বোনের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছেন সরোজ। তিনি বলেছেন, এই ঘটনা রাজ্যের সামগ্রিক আইন-শৃঙ্খলা ব্যবস্থারই প্রতিফলন। একজন বিধায়কের বোনের সঙ্গেই যদি এমন হতে পারে, তাহলে অন্যদের ক্ষেত্রে কী হতে পারে, তা সহজেই বোঝা যায়।
রাজ্যে অপরাধের বাড়বাড়ন্তের জন্য তিনি পুলিশকেই দায়ী করেছেন।
চান্দলি থানায় পাঁচ জনের বিরুদ্ধে এফআইআ দায়ের করা হয়। এদের মধ্যে তিনজনের পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন এক পদস্থ পুলিশ আধিকারিক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement