এক্সপ্লোর
এবার কেরলে রোবট দিয়ে পরিষ্কার করা হবে ম্যানহোল

ফাইল ছবি
তিরুঅনন্তপুরম: আর মেথর দিয়ে নয়, পয়ঃপ্রণালী সাফ করতে এবার রোবট ব্যবহার করতে চলেছে কেরল সরকার। কেরালা ওয়াটার অথরিটি জানিয়েছে, এই রোবট তৈরি করেছে জেনরোবটিক্স নামে একটি স্টার্টআপ সংস্থা। এর পরীক্ষা সফলভাবে হয়েছে, সামনের সপ্তাহে চালু হয়ে যাবে পুরোপুরি। রোবটে রয়েছে ওয়াই ফাই, ব্লু টুথ ও কন্ট্রোল প্যানেল। চারটে হাত পাও রয়েছে, রয়েছে একটি ঝুড়ি। ওই ঝুড়িতেই যাবতীয় নোংরা ঝেঁটিয়ে ফেলা হবে। কেরালা ওয়াটার অথরিটির সাহায্যে তৈরি হয়েছে এই রোবট। পাইপে ফুটো ও পরিচ্ছন্নতা সংক্রান্ত বিষয়ে প্রযুক্তি ব্যবহার সংক্রান্ত নতুন নতুন ধারণা চায় এরা। এর ফলে স্থানীয় প্রতিভা উঠে আসবে বলে তারা মনে করছে। রোবটের নাম রাখা হয়েছে ব্যান্ডিকুট। রাজধানী তিরুঅনন্তপুরমে ৫০০০-এর বেশি ম্যানহোল, সেগুলোই সাফসুতরো করবে এ। ব্যান্ডিকুটকে তৈরি করেছে ৯ জন ইঞ্জিনিয়ারের একটি দল। নিজেদের স্থায়ী চাকরি ছেড়ে এই তরুণ তরুণীরা মেথরের কাজে ইতি টানার পন্থা খুঁজেছেন। জানা গিয়েছে, একদিনে ৪টি ম্যানহোল পুরোপুরি সাফ করেছে তাঁদের রোবট। স্থানীয় মেডিক্যাল কলেজের পাশের ম্যানহোল থেকেই শুধু বার করেছে ৩০ কেজি আবর্জনা। যদিও বর্তমানে যাঁরা মেথরের কাজ করেন, তাঁরা উদ্বিগ্ন, রোবট ব্যবহারের ফলে তাঁদের চাকরি থাকবে কিনা। কিন্তু কেরালা ওয়াটার অথরিটি জানিয়েছে, উদ্বেগের কোনও কারণ নেই, এই রোবট চালানো কিছু শক্ত নয়, বর্তমান কর্মীদের সেই কাজেরই প্রশিক্ষণ দেওয়া হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















