এক্সপ্লোর
পুরনো ৫০০, ১০০০ নোটে ১ কোটি টাকা বাজেয়াপ্ত

লখনউ: লখনউয়ের এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১ কোটি মূল্যের পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট উদ্ধার করল পুলিশ। গতকাল, উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) যৌথ অভিযান চালিয়ে ওই বিপুল পরিমাণ বাতিল নোট বাজেয়াপ্ত করে।
এসটিএফ-এর এক আধিকারিক জানান, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মুকেশ জিন্দাল নামে অভিযুক্ত ব্যবসায়ীর সংস্থা এলডিআরসি কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড-এর দফতরে তল্লাশি চালিয়ে ৯৯.৮০ লক্ষ টাকা মূল্যের বাতিল নোট উদ্ধার করা হয়েছে। বিষয়টির তদন্ত করছে এসটিএফ ও ডিআরআই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















