এক্সপ্লোর
মুম্বই-পুণে ট্রিপের ভাড়া ৮৩ হাজার! ভুল স্বীকার ওলার
![মুম্বই-পুণে ট্রিপের ভাড়া ৮৩ হাজার! ভুল স্বীকার ওলার Rs 83k For Mumbai Pune Trip Ola Says Sorry মুম্বই-পুণে ট্রিপের ভাড়া ৮৩ হাজার! ভুল স্বীকার ওলার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/09/07153853/ola-error-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ট্যাক্সিতে মুম্বই থেকে পুণে ভাড়া কত হতে পারে? একদিকের ভাড়া (ওয়ান ওয়ে ট্রিপ) প্রায় ১৬০০ টাকা। কিম্বা সারাদিনের জন্য টু-ওয়ে ট্রিপ হলে সাধারণত চার হাজার টাকার মতো।
কিন্তু, মুম্বইয়ের ঘাটকোপারের বাসিন্দা এক বাসিন্দা হয়ত জীবনের সবচেয়ে বড় ধাক্কা খেলেন। সম্প্রতি, পুণে যাওয়া এবং আসার (টু-ওয়ে ট্রিপ) জন্য বুক করেছিলেন একটি ওলা ক্যাব।
সেখানে সপরিবারে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। পরে, সন্ধ্যেবেলা ওই ক্যাব করেই ফিরে আসেন।
যাত্রার শেষে তাঁকে ৮৩ হাজার ৩৯৫ টাকার বিল ধরিয়েছে সংস্থা! ঠিকই শুনেছেন। ৮৩ হাজার! ক্যাবের তরফে যে বিল ধরানো হয়েছে, তাতে মোট যাত্রাপথ দেখানো হয়েছে ৭ হাজার কিলোমিটার!
মু্ম্বই থেকে পুণের সড়কপথে দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটার। অর্থাৎ, এক্ষেত্রে দূরত্ব হবে ৩০০ কিলোমিটার। কিন্তু, সেই জায়গায় সাত হাজার কিলোমিটার!
এখানেই শেষ নয়। সেখানে আরও বলা হয়েছে গাড়ি গতিবেগ ছিল ঘণ্টায় ৫০০ কিলোমিটার!! এই বিল পেয়েই প্রায় ভির্মি খাওয়ার জোগাড় কমল ভাটিয়া নামে ওই ব্যবসায়ীর।
তিনি জানান, কিছুক্ষণের জন্য তাঁর মনে হচ্ছিল, তিনি কি ক্যাবে এসেছেন, না কি বিশেষ বিমান ভাড়া করেছিলেন?
কমল জানান, তাঁর মোবাইলে আসা বিলের সফট কপি তিনি গাড়িচালককে দেখালে, তিনিও মেনে নেন যে কোথাও গণ্ডগোল হয়েছে।
এই প্রেক্ষিতে, চালক ওলার কল-সেন্টারে ফোন করে বিষয়টি জানান। কমলের দাবি, দুরতফের মধ্যে প্রায় আধ-ঘণ্টা ধরে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
যদিও, শেষে ভুল স্বীকার করে ওলা। ক্যাব সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়, সফটওয়্যারের ভুলের জন্যই এই ঘটনা ঘটেছে। তাঁকে পরে ৪,০৮৮ টাকার বিল দেওয়া হয়।
যদিও, আগের ভুলের জন্য পরে সেই টাকাও মকুব করে দেয় সংস্থা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)