আরএসএস-এর আমন্ত্রণ, আগামী সপ্তাহে নাগপুরে বিশেষ অতিথি প্রণব
নয়াদিল্লি ও নাগপুর: নতুন নিযুক্ত স্বেচ্ছাসেবকদের উদ্বুদ্ধ করতে প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রবীণ কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানাল রাষ্ট্রীয় স্বয়মসেবক সংঘ (আরএসএস)।
আগামী ৭ জুন নাগপুরের রেশমবাগে অবস্থিত আরএসএস-এর সদর দফতরে সদ্য যোগ দেওয়া সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন প্রণব। আরএসএস-এর অখিল ভারতীয় প্রচার প্রমুখ অরুণ কুমার সোমবার জানান, অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি।
তিনি বলেন, তৃতীয় বর্ষের প্রশিক্ষণ পাঠ্যক্রম পাশ করা স্বেচ্ছাসেবকদের বিদায়ী অনুষ্ঠানের প্রধান অতিথি হবেন প্রবীণ কংগ্রেস নেতা। প্রতিবছর এই অনুষ্ঠানে কোনও না কোনও বিশিষ্টজনকে অতিথি হিসেবে আনে আরএসএস। এবছর প্রাক্তন রাষ্ট্রপতিকে আমন্ত্রণ করা হয়েছে।
প্রসঙ্গত, আরএসএস-এর সঙ্গে প্রণবের যোগাযোগের ধারা এই প্রথম হল এমনটা নয়। এর আগে, চলতি বছরের গোড়ায় নিজের নামাঙ্কিত ফাউন্ডেশনে সঙ্ঘের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মিলিত হয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়।
এছাড়া, রাষ্ট্রপতি হিসেবে তাঁর মেয়াদের শেষদিকে আরএসএস প্রধান মোহন ভাগবত তাঁর সঙ্গে সাক্ষাত করেছিলেন। আবার ভাগবতকে রাষ্ট্রপতি ভবনে মধ্যাহ্নভোজনেও একবার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রণব।