কেরলে ক্যাডার খুনে দায়ী করে বিজয়নের মাথার দাম ১ কোটি ঘোষণা আরএসএস নেতার
নয়াদিল্লি: দলীয় কর্মী-সদস্যদের হত্যার নেপথ্যে পিনারাই বিজয়নকে দায়ী করে কেরলের মুখ্যমন্ত্রীর মাথার দাম ১ কোটি টাকা রাখলেন এক আরএসএস নেতা।
খবরে প্রকাশ, উজ্জ্বয়িনীতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বুধবার আরএসএস-এর সহপ্রচার প্রমুখ কুন্দন চন্দ্রবতের অভিযোগ, কেরলের অসংখ্য আরএসএস কর্মী-সদস্য খুনের জন্য দায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
তাঁর হুঙ্কার, যে কেরলের মুখ্যমন্ত্রীর মুণ্ডুচ্ছেদ করতে পারবে, তাকে আমি আমার ১ কোটি টাকা মূল্যের সম্পত্তি দেব।
মূলত, কেরলে আরএসএস সদস্য হত্যার প্রতিবাদেই সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন উজ্জ্বয়িনীর বিজেপি সাংসদ চিন্তামণি মালব্য সহ স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা।
এদিন তাঁদের সামনেই চন্দ্রবত বলেন, তিনশো প্রচারককে হত্যা করা হয়েছে। কমিউনিস্টরা সাবধান। এই প্রসঙ্গে, গোধরা ও তার পরবর্তী হিংসার ঘটনার কথাও উল্লেখ করেন তিনি।
এদিকে কুন্দনের মন্তব্যে অহেতুক বিতর্কে জড়াচ্ছে সংগঠনের নাম, এটা দেখে স্থানীয় এরিয়া ক্যাম্পেন প্রধান ডাঃ প্রবীণ কাবরা এক বিবৃতিতে বলেছেন, উজ্জ্বয়িনী শা প্রচার প্রমুখ কুন্দন চন্দ্রবতের কেরলের মুখ্যমন্ত্রী সম্পর্কে মন্তব্যটি নিন্দনীয়। আরএসএস এমন দৃষ্টিভঙ্গি সমর্থন করে না, তার প্রচারও নয়। আরএসএস হিংসায় প্ররোচনা দেওয়া মন্তব্যের বিরোধী বলে দাবি করেন তিনি।