এক্সপ্লোর
Advertisement
আরএসএসের আবেদন মেনে লুধিয়ানায় সঙ্ঘ নেতার হত্যায় এনআইএ তদন্তের নির্দেশ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর
চন্ডীগড়: পঞ্জাবের লুধিয়ানায় খুন হওয়া আরএসএস নেতা রবিন্দর গোসেঁইনের পরিবারকে ৫ লক্ষ টাকা ও তাঁর সন্তানদের একজনের সরকারি চাকরি ঘোষণার পাশাপাশি এনআইএ তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ।
এক সরকারি মুখপাত্র জানিয়েছেন, গতকাল আরএসএসের এক প্রতিনিধিদল মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে। প্রতিনিধিদলের অনুরোধ মেনে 'আন্তর্জাতিক স্তরে বিষয়টির গুরুত্ব, প্রতিক্রিয়া' মাথায় রেখে মুখ্যমন্ত্রী এনআইএ-র হাতে তদন্তের দায়িত্ব দিতে প্রয়োজনীয় নির্দেশ দেন।
গত মঙ্গলবার লুধিয়ানার কৈলাশ নগরে দুই অজ্ঞাতপরিচয় মোটরবাইক আরোহী হামলাকারীর গুলিতে প্রাণ হারান গোসেঁইন।
চার বছর আগে ক্যান্সারে গত হয়েছেন তাঁর স্ত্রী। চার সন্তান রয়েছে নিহত সঙ্ঘ নেতার।
তাঁর সঙ্গে সাক্ষাত্ করা আরএসএস প্রতিনিধিদলের উদ্বেগে সায় দিয়ে মুখ্যমন্ত্রী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে রাজ্যে এমন হিংসার স্থান নেই বলে জানিয়ে দেন।
প্রতিনিধিদলকে তিনি প্রতিশ্রুতি দেন, তাঁর সরকার এ ধরনের কার্যকলার বরদাস্ত করে না, এমন নিশানা করে ঘটানো হত্যাকাণ্ড রোধে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি এও বলেন, অতীতে ঘটে যাওয়া এজাতীয় সব হত্যার কিনারা করতে রাজ্য পুলিশ জোর পরিশ্রম করছে। রাজ্যে শান্তি নষ্ট করে অস্থিরতা ছড়াতেই নিশানা করে এমন হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। তবে দোষীদের পাকড়াও করে যথাযথ বিচারের জন্য কোনও খামতি রাখা হবে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
আন্তর্জাতিক
Advertisement