এক্সপ্লোর
Advertisement
রুশ-ভারত সম্পর্ক জোরদার করায় ‘ব্যতিক্রমী অবদান’, মোদিকে সর্বোচ্চ অসামরিক সম্মান রাশিয়ার
ট্যুইটারে প্রধানমন্ত্রীও এই পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন। প্রেসিডেন্ট পুতিন ও রুশ জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ভারত-রাশিয়া বন্ধুত্বের ভিত্তি অনেক গভীরে নিহিত, তার ভবিষ্যত্ও উজ্জ্বল বলে অভিমত জানিয়েছেন তিনি।
নয়াদিল্লি: নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দি অ্যাপোসল’ দিয়ে সম্মান জানাল রাশিয়া। ভারত, রাশিয়ার গভীর সহযোগিতা গড়ে তোলা, দুদেশের বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত বোঝাপড়া জোরদার করায় ‘ব্যতিক্রমী অবদানে’র জন্য তাঁকে এই খেতাব দেওয়া হল বলে জানিয়েছে মস্কো। প্রধানমন্ত্রীকে এই সম্মান দেওয়ার প্রশাসনিক আদেশে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সই করেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়া।
বিদেশমন্ত্রক জানিয়েছে, প্রেসিডেন্টের ডিক্রির মাধ্যমে রাশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান দেওয়া হল প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীকে রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের এই সম্মান প্রদানের বিরাট প্রশংসা করছে ভারত। এই পুরস্কার ভারত ও রাশিয়ার বিশেষ ও কৌশলগত বোঝাপড়াকে তুলে ধরছে। দুটি দেশের সম্পর্কে যে উষ্ণতা, বন্ধুত্ব আছে, সেটা সচরাচর দেখা যায় না, তা আমাদের জনগণের মধ্যেও প্রসারিত।
Honoured to receive this prestigious award. I thank President Putin and the people of Russia.
Foundations of India-Russia friendship are deep & the future of our partnership is bright.
Extensive cooperation between our nations has led to extraordinary outcomes for our citizens. https://t.co/4ppEC7ZAWe
— Chowkidar Narendra Modi (@narendramodi) April 12, 2019
President Putin remains a source of great strength for the India-Russia friendship.
Under his visionary leadership, bilateral and multilateral cooperation between our nations has scaled new heights.
— Chowkidar Narendra Modi (@narendramodi) April 12, 2019
ট্যুইটারে প্রধানমন্ত্রীও এই পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন। প্রেসিডেন্ট পুতিন ও রুশ জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ভারত-রাশিয়া বন্ধুত্বের ভিত্তি অনেক গভীরে নিহিত, তার ভবিষ্যত্ও উজ্জ্বল বলে অভিমত জানিয়েছেন তিনি। দুটি দেশের ব্যাপক সহযোগিতা ‘আমাদের নাগরিকদের জন্য অসাধারণ ফল’ বয়ে এনেছে বলেও জানিয়েছেন মোদি। লিখেছেন, প্রেসিডেন্ট পুতিন ভারত-রাশিয়া বন্ধুত্বের এক বিরাট শক্তি হয়ে রয়েছেন। ওনার দূরদর্শী নেতৃত্বে দুটি দেশের দ্বিপাক্ষিক ও বহুমাত্রিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে।
সংযুক্ত আরব আমিরশাহির কাছ থেকে ‘দি অর্ডার অব জায়েদ’ খেতাব প্রাপ্তির কয়েকদিন বাদেই মোদির মুকুটে এল রুশ খেতাব।
জনৈক রুশ অফিসার বলেন, এই সম্মান দেওয়া হয় নামী রাষ্ট্রনেতা, জনজীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিজ্ঞান, সংস্কৃতি, শিল্পকলার ক্ষেত্রে কাজ করা লোকজনকে, রাশিয়ার মাহাত্ম্য, সমৃদ্ধি তুলে ধরায় তাঁদের ব্যতিক্রমী ভূমিকার স্বীকৃতি হিসাবে।
এর আগে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, কাজাখস্তানের প্রেসিডেন্ট নূরসুলতান নজরবায়েভ, আজারবাইজানের প্রেসিডেন্ট গেদার আলিয়েভকে এই সম্মান দিয়েছে রাশিয়া।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement