এক্সপ্লোর
Advertisement
সিন্ধ আর ভারতের নয়, আক্ষেপ আডবাণীর
নয়াদিল্লি: পাকিস্তানের সিন্ধ প্রদেশে তাঁর জন্ম। কিন্তু সেই সিন্ধ স্বাধীন ভারতের মধ্যে না থাকায় আক্ষেপ জানালেন লালকৃষ্ণ আডবাণী। আজ ইন্ডিয়া ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে ভারত সফরে আসা বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে প্রবীণ বিজেপি নেতা বলেন, ভারত যখন ব্রিটিশ শাসনাধীন ছিল, স্বাধীন হয়নি, সেই অবিভক্ত দেশের একটি জায়গায় আমার জন্ম। ভারত যখন স্বাধীন হল, সেই জায়গাও আমাদের থেকে আলাদা হয়ে যায়। সেই সিন্ধে আমার জন্ম। সিন্ধ ভারতের মধ্যে নেই, আমাদের অংশ নয়। আমি ও আমার যে সঙ্গীরা ওখানে থাকতাম, সবাই এতে ব্যথিত। শেখ হাসিনা এ দেশে এসেছেন, তাই তাঁর সামনে আমার মনের সেই বেদনা প্রকাশ করলাম । আপনাদের কারও এই অনুভব হয় কিনা জানি না। আমার কিন্তু হয়।
এর আগেও বর্ষীয়াণ এই বিজেপি নেতা করাচির রাজধানী সিন্ধ আর ভারতে নেই বলে খেদ প্রকাশ করেছেন। বলেছেন, কখনও কখনও এটা ভেবে যন্ত্রণা পাই যে, করাচি ও সিন্ধ আর ভারতের নয়। সিন্ধে ছোটবেলা কেটেছে। তখন চুটিয়ে আরএসএস করতাম। আমি বিশ্বাস করি সিন্ধ বাদ দিলে ভারত অসম্পূর্ণ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement