এক্সপ্লোর
Advertisement
মালেগাঁও বিস্ফোরণ মামলা: সাধ্বী প্রজ্ঞা, কর্নেল পুরোহিতদের বিরুদ্ধে সন্ত্রাস-দমন আইনে শুনানি
মুম্বই: ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর, কর্নেল পুরোহিত সহ আটজনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে শুনানি শুরু হবে বলে জানিয়ে দিল বিশেষ এনআইএ আদালত। অভিযুক্তরা এই মামলা থেকে অব্যাহতির আবেদন জানিয়েছিলেন। কিন্তু তিন অভিযুক্ত শ্যাম সাহু, শিবনারায়ণ কালসাংরা ও প্রবীণ তাকালকিকে রেহাই দেওয়া হলেও, বাকি অভিযুক্তদের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। যদিও মকোকা আইন থেকে রেহাই দেওয়া হয়েছে সাধ্বীদের।
আজ বিশেষ এনআইএ আদালতের বিচারপতি এস ডি তেকালে বলেছেন, ‘মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ আইনের ১৬ ও ১৮ নম্বর ধারা এবং ভারতীয় দণ্ডবিধির ১২০ (বি), ৩০২, ৩০৭ ও ৩২৬ ধারায় শুনানি হবে। তবে সব অভিযুক্তর বিরুদ্ধে ইউএপিএ আইনের ১৭, ২০ ও ২৩ ধারায় অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে।’
সাধ্বী ও পুরোহিত ছাড়াও সুধাকর দ্বিবেদী, অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়, সমীর কুলকার্নি, সুধাকর চতুর্বেদী ও অজয় রাহিরকরের বিরুদ্ধে মালেগাঁও বিস্ফোরণ মামলার শুনানি শুরু হবে। জগদীশ মাত্রে ও রাকেশ ধাবড়ের বিরুদ্ধে শুধু অস্ত্র আইনে মামলা চলবে। সব অভিযুক্তকে ১৫ জানুয়ারি হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মহারাষ্ট্রের নাসিক জেলার ভিকু চকের কাছে বিস্ফোরণ হয়। নিহত হন ৬ জন এবং বেশ কয়েকজন জখম হন। তদন্তে জানা যায়, একটি মোটর সাইকেলে রাখা ছিল আইইডি। সেই মামলাতেই অভিযুক্ত সাধ্বীরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement