এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
উত্তর প্রদেশে অম্বেডকরের ভাঙা মূর্তি গড়ে দিল যোগী সরকার, রং দিল গেরুয়া
লখনউ: উত্তর প্রদেশের বদাউনে সংবিধান প্রণেতা বি আর অম্বেডকরের একটি মূর্তি ভেঙে ছিল দুষ্কৃতীরা। জেলা প্রশাসন নতুন করে গড়ে দিয়েছে মূর্তিটি। শুধু রং করে দিয়েছে গেরুয়া।
শুক্রবার রাতে বদাউনের দুগ্রাইয়া গ্রামে পুলিশ ও স্থানীয় মানুষের উপস্থিতিতেই একটি অম্বেডকর মূর্তি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বিক্ষোভের পর জেলা প্রশাসন আগ্রা থেকে একটি মূর্তি নিয়ে এসে গতকাল সেটি প্রতিষ্ঠা করে। তখনই দেখা যায়, অম্বেডকর মূর্তির রং পরিচিত নীল নয়, গেরুয়া। বসপার আঞ্চলিক প্রধান হেমেন্দ্র গৌতম হাজির ছিলেন সঙ্গীসাথিদের নিয়ে, তাৎপর্যপূর্ণভাবে রঙের ব্যাপারে তিনি একটি কথাও বলেননি।
সপা অভিযোগ করেছে, রাজ্যের যোগী আদিত্যনাথ সরকার সব কিছুর গৈরিকীকরণে ব্যস্ত, তবে তাদের এতে কোনও সুবিধে হবে না। তারা রঙেরও রাজনীতি করছে, বাড়িঘর, পার্ক, সীমানা সব কিছু রাঙিয়ে দিচ্ছে গেরুয়া রঙে। আর এবার অম্বেডকর মূর্তিও গেরুয়া করে দিয়েছে তারা।
কিছুদিন আগে রাজ্য সরকার নির্দেশ দেয়, যাবতীয় সরকারি কাগজপত্র ও রেকর্ডে ভীমরাও অম্বেডকরের নামের মাঝে ‘রামজি’ শব্দটি ঢোকাতে হবে। তাদের বক্তব্য ছিল, সংবিধানে অম্বেডকর তাঁর সইয়ে ‘রামজি’ ব্যবহার করেছেন, সেটিই তাঁর পূর্ণ স্বাক্ষর, অতএব এবার থেকে তা-ই ব্যবহার করতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement