এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
‘স্যানিটারি প্যাড ১ টাকায়’, প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রশংসায় নেট নাগরিকেরা
স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ ভাবে উল্লেখ করলেন মহিলাদের ক্ষমতায়নের প্রসঙ্গ। জানালেন, নারীর ক্ষমতায়নে তাঁর সরকার কী কী পদক্ষেপ করেছে।
নয়াদিল্লি: স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ ভাবে উল্লেখ করলেন মহিলাদের ক্ষমতায়নের প্রসঙ্গ। জানালেন, নারীর ক্ষমতায়নে তাঁর সরকার কী কী পদক্ষেপ করেছে। তা বলতে গিয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করলেন স্যানিটারি প্যাডের প্রসঙ্গও। মোদির এই বক্তব্যে সাধুবাদ জানিয়েছেন নেট নাগরিদের একটা বড় অংশ। তাঁদের মতে, মোদি স্যানিটার প্যাডের কথা উল্লেখ করায় ঋতুচক্র নিয়ে ছুতমার্গ কিছুটা হলেও কাটতে সহায়তা করবে।
মহিলাদের ক্ষমতায়নের কথা উল্লেখ করে মোদী বলেছেন, ‘‘এই সরকার কন্যা-বোনেদের স্বাস্থ্যের দিকে সবসময় খেয়াল রেখেছে। ৬ হাজার জনষৌধি কেন্দ্রের মাধ্যমে দেশের ৫ কোটি নারী স্যানিটারি ন্যাপকিন প্যাড পেয়েছেন ১ টাকায়।’’
‘‘মহিলাদের ক্ষমতায়নে এই সরকার বিশ্বাসী বলে, নৌসেনা, বায়ুসেনায় কমব্যাট ভূমিকায় মহিলাদের হচ্ছে। মহিলারাই এখন চালিকাশক্তি, নেতা। তিন তালাক প্রথা আমরাই অবলুপ্ত করেছি’’ ,বলেছেন প্রধানমন্ত্রী।
স্যানিটারি প্যাড নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে রীতিমতো তারিফ করেছেন নেটিজেনদের একটা বড় অংশ। এক মহিলার টুইট, ‘‘আমার পরিবারের কাউকে যদি স্যানিটার প্যাড কিনে আনার কথা বলি, তা হলে তিনি রাজি হন না। কারণটা তাঁরাই জানেন…। ‘আমার প্রধানমন্ত্রী’ একধাপ এগিয়ে। সুস্বাস্থ্যের প্রয়োজনে সেই একই জিনিস সস্তা মূল্যে দেওয়ার কথা তিনি বলেছেন। তাঁর ক্ষমতা আছে বলতে হবে। এমন মানুষকেই আমাদের চাই।’’ বিনায়ক নামে আর এক নেট নাগরিক লিখেছেন, ‘‘পাঁচ কোটির বেশ স্যানিটারি প্যাড দেওয়া হয়েছে গরিব মহিলাদের মাত্র ১ টাকায়! কত সাধারণ বিষয় অথচ গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’’ নেটিজেনদের বড় অংশই মনে করেছেন, লালকেল্লার মতো ঐতিহাসিক সৌধ থেকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যে ভাবে প্রধানমন্ত্রী স্যানিটারি প্যাডের কথা বললেন তা নিঃসন্দেহেই আগামীদিনে অনেক বেড়া ভাঙতে সাহায্য করবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement