এক্সপ্লোর
Advertisement
'ইন্দু সরকার'-এ স্থগিতাদেশ চেয়ে বম্বে হাইকোর্টে সঞ্জয় গাঁধীর 'মেয়ে'
মু্ম্বই: ২৮ জুন মুক্তি পাওয়ার আগেই বিতর্কের ঝড় তুলেছে মধুর ভান্ডারকরের ছবি 'ইন্দু সরকার'। মধুর সম্প্রতি বলেছেন, ১৯৭৫-এর জরুরি অবস্থার পটভূমিতে তৈরি তাঁর এই ছবির মাত্র ৩০ শতাংশ তথ্যনির্ভর, বাকিটা ফিকশন্যাল, কল্পনায় মেশানো কাহিনি।
এবার এই ছবির ব্যাপারে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন জরুরি অবস্থার সময়কার প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গাঁধীর পুত্র সঞ্জয় গাঁধীর আপন মেয়ে বলে নিজেকে দাবি করা প্রিয়া পাল নামে এক মহিলা।
আদালতে তাঁর আর্জি, 'ইন্দু সরকার' এর ওপর স্থগিতাদেশ জারি করে মধুরকে ব্যাখ্যা করতে বলা হোক, কাকে বলে ফিকশন, আর বাস্তবই বা বলে কাকে।
মধুর ছবি থেকে তথ্যনির্ভর অংশটি যতক্ষণ না বাদ দিচ্ছেন, ততক্ষণ ছবির রিলিজ স্থগিত রাখার আবেদনও করা হয়েছে প্রিয়ার পিটিশনে।
সেন্সর বোর্ড তাদের নির্দেশমতো ১২টি দৃশ্য ছেঁটে ফেলার পর ইন্দু সরকার-কে U/A সার্টিফিকেট দিয়েছে। প্রিয়ার আবেদন, ছবির নির্মাতারা তথ্যনির্ভর অংশগুলি বাদ না দেওয়া পর্যন্ত সেন্সর বোর্ডের সার্টিফিকেটও খারিজ করতে হবে।
২৪ জুলাই প্রিয়ার পিটিশনের শুনানির দিন স্থির হয়েছে।
মধুর সম্প্রতি জানান, তিনি 'ইন্দু সরকার'-এ এই মর্মে ডিসক্লেমার দেবেন যে, ছবিটির বেশিরভাগটাই ফিকশ্যনাল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement