এক্সপ্লোর
ভিসার আবেদন বাতিল করল ব্রিটেন, ‘মর্মাহত’, ‘হতবাক’ আমজাদ আলি খান

নয়াদিল্লি: সামনের মাসে ব্রিটেনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠান করার কথা। কিন্তু তার আগে সরোদিয়া আমজাদ আলি খানের ভিসার আবেদন বাতিল করে দিল ব্রিটিশ হাই কমিশন। কেন তাঁর মতো একজন শিল্পীর, দুনিয়াজুড়ে যাঁর খ্যাতি, ভিসার আবেদন মঞ্জুর হল না, সে ব্যাপারে মুখ খোলেননি হাই কমিশনের মুখপাত্র। তিনি শুধু এটুকুই বলেন যে, ব্যক্তি বিশেষের ব্যাপারে মন্তব্য করে না হাই কমিশন। হাই কমিশনের পদক্ষেপে ‘হতবাক’, ‘মর্মাহত’ আমজাদ। তিনি ট্যুইট করে হতাশা প্রকাশ করেছেন। ট্যুইটে ট্যাগ করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে। আমজাদ লিখেছেন, আমার ব্রিটেন সফরের ভিসার আবেদন বাতিল হয়েছে। শিল্পীরা শান্তি, ভালবাসার বাণী ছড়িয়ে দেন। তাঁদের কাছে এটা খুবই দুঃখের ব্যাপার। এও লিখেছেন, আমি বিস্মিত, হতবাক। আঘাত পেলাম। ব্রিটেনের ভিসা খারিজ। কথা ছিল সেপ্টেম্বরে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠান করব। ক্ষোভের সঙ্গে তিনি লিখেছেন, সাতের দশকের গোড়া থেকেই বলতে গেলে প্রতি বছরই ব্রিটেনে অনুষ্ঠান করছি। ভিসা বাতিল হওয়ায় দারুণ হতাশ। বাবার ভিসার আবেদন খারিজ হওয়ায় শিল্পী-পুত্র আমান আলিও বলেছেন, এমন আগে কখনও ঘটেনি। আমাদের দেশে এটা স্বাভাবিক ভাবে মেনে নেওয়া হবে না। উনি এমন একজন মানুষ যিনি গোটা জীবনটা দেশ, শান্তির জন্য উত্সর্গ করেছেন। সুতরাং তাঁর সঙ্গে এমন হওয়াটা খুবই দুঃখের। কেন ব্রিটেন এমন করল, সেটা দেখা উচিত ভারত সরকারের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















