এক্সপ্লোর
Advertisement
প্রতারণা এড়াতে ৬.২৫ লক্ষ ডেবিট কার্ড ব্লক করল এসবিআই, জারি হবে নতুন করে
নয়াদিল্লি: দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) ও তার সহযোগী ব্যাঙ্কগুলি প্রায় ৬.২৫ লক্ষ ডেবিট কার্ড ব্লক করে দিয়েছে। থার্ড পার্টি এটিএমগুলিতে ‘সন্দেহজনক’ লেনদেন নজরে আসার পর এই ডেবিট কার্ডগুলি ব্লক করে দেওয়া হয়েছে।
কোনওরকম আগাম নোটিশ ছাড়াই কার্ডগুলি ব্লক হয়ে যাওয়ায় গ্রাহকরা তা জানতে পারেননি। তবে গ্রাহকদের এরপর এসএমএস এবং ই-মেল-এর মাধ্যমে এ বিষয়ে জানানো হয়েছে এবং তাঁদের নতুন কার্ডের জন্য ব্যাঙ্কের সংশ্লিষ্ট শাখাগুলিতে আবেদন জানাতে বলা হয়েছে।
এসবিআই-এর মুখ্য প্রযুক্তি অফিসার শিব কুমার ভাসিন বলেছেন, ‘আমাদের প্রায় ০.২৫ শতাংশ কার্ড ব্লক করা হয়েছে। আমরা জানতে পেরেছি যে, আমাদের কিছু গ্রাহক তাঁদের কার্ড ভাইরাস-আক্রান্ত এটিএমগুলিতে ব্যবহার করেছেন। এই এটিএমগুলি হিতাচি পেমেন্ট সার্ভিসেস পরিচালিত হোয়াইট লেভেল এটিএম’।
এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি শিব কুমার।
কার্ডগুলির যাতে অপব্যবহার না হয়, তা নিশ্চিত করতেই সেগুলি ব্লক করা হয়েছে বলে জানা গেছে।
চলতি বছরের জুলাই পর্যন্ত ২০.২৭ কোটি ডেবিট কার্ড জারি করেছে। এরমধ্যে ০.২৫ শতাংশ কার্ড ব্লক করা হয়েছে। এসবিআই-র ব্লক করা কার্ডের সংখ্যা ৫.০৭ লক্ষ। এছাড়াও এসবিআই-এর অধীনস্ত স্টেট ব্যাঙ্ক অব মহীশূর, স্টেট ব্যাঙ্ক অফ হায়দরাবাদ, স্টেট ব্যাঙ্ক অব বিকানের অ্যান্ড জয়পুর, স্টেট ব্যাঙ্ক অব ত্রিবাঙ্কুর, স্টেট ব্যাঙ্ক অফ পাটিয়ালা ২৫ কোটি ডেবিট কার্ড জারি করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement