এক্সপ্লোর
পাকিস্তানের বিরুদ্ধে বদলা চাই, মোদীকে রক্তে লেখা চিঠি সব ধর্মের মানুষের

গাজিয়াবাদ: উরি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে রক্তে লেখা চিঠি নরেন্দ্র মোদীকে। উরির হামলায় আঠারোজন জওয়ান নিহত হওয়ায় এখানকার সর্ব ব্রাহ্মণ মহা সভা সংগঠনের তরফে প্রধানমন্ত্রীর কাছে চরম ব্যবস্থার দাবি করেছেন সব ধর্মের মানুষজন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ-সবাই ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে এক সুরে পাকিস্তানের বিরুদ্ধে মুখর হয়েছেন। সংগঠনের মুখপাত্র বি কে শর্মা-র কথায়, সব ধর্মের মানুষের রক্তের রং যে একই, সবার শিরায় যে একই শোনিত ধারা বয়ে চলেছে, রক্ত দিয়ে চিঠি লেখায় এটাই প্রমাণিত। যে পাকিস্তান লাগাতার নিধনকাণ্ড চালিয়ে যাচ্ছে, তার কঠোর সাজা চাই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















