এক্সপ্লোর
Advertisement
(Source: Poll of Polls)
বহুবিবাহ, নিকাহ হালালা-র বিরুদ্ধে পিটিশন দ্রুত শুনানির জন্য তালিকাভুক্ত করার আবেদনে সম্মত সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি: মুসলিম সমাজে চালু বহুবিবাহ ও নিকাহ হালালা অর্থাত্ ডিভোর্স দেওয়া স্ত্রীকে আবার বিয়ে করার প্রথার বিরুদ্ধে পেশ হওয়া একগুচ্ছ পিটিশন শুনানির জন্য তালিকাভুক্ত করার আবেদন বিবেচনা করতে সম্মত হল সুপ্রিম কোর্ট। সিনিয়র আইনজীবী ভি শেখর সর্বোচ্চ আদালতে পিটিশনগুলি চূড়ান্ত নিষ্পত্তির জন্য পাঁচ বিচারপতির সংবিধান বেঞ্চে তালিকাভুক্ত করার আবেদন করেন। তা শুনে প্রধান বিচারপতি দীপক মিশ্র ও দুই বিচারপতি এ এম খানবিলকর ও ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বলে, আমরা বিষয়টি খতিয়ে দেখব।
শেখরের পাশাপাশি পিটিশনারদের একজন, দিল্লির সমীরা বেগমের আইনজীবী অশ্বিনী উপাধ্যায় অভিযোগ করেন, নিকাহ হালালা, মুসলিম পুরুষের একাধিক বিয়ের প্রথার বিরোধিতা করায় তাঁর মক্কেলকে হুমকি দিয়ে পিটিশন তুলে নিতে চাপ দেওয়া হয়েছে।
এদিকে এই পিটিশনের ব্যাপারে কেন্দ্রের প্রতিনিধিত্বকারী অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বহুবিবাহ, নিকাহ হালালা ইস্যুতে বক্তব্য পেশ করার অনুমতি দেয় বেঞ্চ।
নিকাহ হালালা প্রথায় একজন মুসলিম পুরুষ প্রাক্তন স্ত্রীকে ফের বিয়ে করতে পারেন না, যতক্ষণ না সেই মহিলা অন্য কোনও পুরুষকে বিয়ে করে সেই বিয়েতে ইতি টেনে তাঁর থেকে ডিভোর্স নিয়ে একটি নির্দিষ্ট সময় বা ইদ্দত আলাদা থেকে তাঁর কাছে ফিরছেন।
দিল্লির ওই মহিলার পিটিশনে বলা হয়েছে, মুসলিম ব্যক্তিগত আইনের ফলে এবং ভারতীয় দণ্ডবিধির ৪৯৪ ধারা (এক স্ত্রী বা স্বামী বেঁচে থাকতে ফের বিয়ে) মুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য না হওয়ায় বিবাহিত মুসলিম মহিলাদের সামনে স্বামীর দ্বিতীয় বিয়ের বিরুদ্ধে অভিযোগ জানানোর রাস্তা খোলা নেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ফ্যাক্ট চেক
জেলার
খবর
Advertisement