৫০০, ১০০০ নোট আরও কিছুদিন ব্যবহারের অনুমতির আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
![৫০০, ১০০০ নোট আরও কিছুদিন ব্যবহারের অনুমতির আর্জি খারিজ সুপ্রিম কোর্টে Sc Declines To Extend Use Of Demonitizes 500 And 1000 Notes ৫০০, ১০০০ নোট আরও কিছুদিন ব্যবহারের অনুমতির আর্জি খারিজ সুপ্রিম কোর্টে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/04/12164757/supreme-court.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বাতিল ৫০০, ১০০০ টাকার নোট হাসপাতালের চিকিত্সায়, রেলের টিকিট কাটতে আরও কিছুদিন ব্যবহারের অনুমতি দেওয়ার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
২৪ হাজার টাকা সপ্তাহে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুলতে দেওয়ার ঘোষণা যতটা সম্ভব পালন করতে সরকারকে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।
৮ নভেম্বরের নোট বাতিলের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে পেশ করা যাবতীয় পিটিশন ৫ বিচারপতির সংবিধান বেঞ্চে পাঠাল শীর্ষ আদালত। ৯টি প্রশ্ন বিবেচনার জন্য স্থির করেছে বেঞ্চ।
৮ নভেম্বরের নোট বাতিলের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের বিভিন্ন হাইকোর্টে পেশ হওয়া পিটিশনের শুনানি স্থগিত রাখল শীর্ষ আদালতের বেঞ্চ। একমাত্র সুপ্রিম কোর্টেই শুনানি হবে বলে জানিয়ে দিল তারা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)