এক্সপ্লোর
মাওবাদী যোগসাজশের অভিযোগে জেলবন্দি অধ্যাপককে জামিন সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি: মাওবাদী যোগসাজশের অভিযোগের গ্রেফতার হয়ে বিচারের মুখোমুখি হওয়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জি এন সাইবাবাকে জামিন দিল সুপ্রিম কোর্ট। নিম্ন আদালত মূল সাক্ষীদের জেরা করার পর বিচারপতি জে এস কেহার ও বিচারপতি সি নাগাপ্পনকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ গত ২৯ ফেব্রুয়ারি জানিয়েছিল, সাইবাবার জামিনের আর্জি মঞ্জুর করার কথা ভাবা হতে পারে। মামলার দৈনিক ভিত্তিতে শুনানিরও নির্দেশ দেয় বেঞ্চ। হুইল চেয়ার ছাড়া নড়াচড়া করতে পারেন না সাইবাবা। তাঁকে রাখা হয়েছিল নাগপুর সেন্ট্রাল জেলে। এদিন জামিনের বিরোধিতা করায় মহারাষ্ট্র সরকারের কৌঁসুলিকে তিরস্কার করে বেঞ্চ বলে, আপনারা অভিযুক্তের শারীরিক অবস্থার প্রেক্ষাপটে তাঁর প্রতি অত্যন্ত অন্যায় আচরণ করেছেন। আসল সাক্ষীদের জেরা হয়ে গেলে তাঁকে আর জেলে রেখে দেওয়ার মানে হয় না। তখন কৌঁসুলি সওয়াল করেন, এখনও বাদী পক্ষের কিছু সাক্ষীর জিজ্ঞাসাবাদের পর্ব বাকি। কিন্তু তাঁর বক্তব্য মানতে নারাজ বেঞ্চ সাইবাবার জামিন মঞ্জুর করে। প্রসঙ্গত, বেঞ্চ এর আগে জেলবন্দি সাইবাবাকে রাখার ব্যাপারে বিকল্প ব্যবস্থা করতে বলেছিল মহারাষ্ট্র সরকারকে। বেঞ্চ বলেছিল, ওঁর শারীরিক কষ্ট লাঘব করতে রাজ্য সরকার ব্যবস্থা নিক, এটাই চাই আমরা। তাঁর প্রয়োজনীয় চিকিত্সার ব্যবস্থা করতেও নির্দেশ দেয় বেঞ্চ। এদিকে একটি সাপ্তাহিক ম্যাগাজিনে লেখা নিবন্ধে প্রায় পঙ্গু সাইবাবাকে লাগাতার জেলবন্দি করে রাখার বিরোধিতা করায় বম্বে হাইকোর্ট সমাজকর্মী অরুন্ধতী রায়ের বিরুদ্ধে গত ২৩ ডিসেম্বর যে ফৌজদারি অবমাননা নোটিস জারি করেছিল, তার ওপর স্থগিতাদেশ দিতেও অসম্মত হয়েছিল শীর্ষ আদালতের বেঞ্চ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















