এক্সপ্লোর
Advertisement
বিজেপিতে যোগ? সদস্যপদ খারিজের নোটিসের বিরুদ্ধে বিদ্রোহী আপ বিধায়কের পিটিশন শুনতে নারাজ সুপ্রিম কোর্ট, বলল, স্পিকারের সামনে বলুন
শীর্ষ আদালত পিটিশনটি শুনতে রাজি নয় বলে জানিয়ে দেওয়ার পর সেটি প্রত্যাহার করেন দেবেন্দ্রর আইনজীবী। বিজওয়াসান বিধানসভা এলাকার এমএলএ দেবেন্দ্রর দাবি, তিনি বিজেপির প্রাথমিক সদস্যপদই এখনও নেননি। তাই বিধায়কপদ খারিজের নোটিসটি বেআইনি, একপেশে।
নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট শুনতে রাজি হল না বিদ্রোহী আমআদমি পার্টি (আপ) বিধায়ক দেবেন্দ্র শেরাওয়াতের পিটিশন। তিনি বিজেপিতে যোগ দিয়েছেন, এমন খবরের পরিপ্রেক্ষিতে দলত্যাগ বিরোধী আইনে তাঁর সদস্যপদ খারিজের নোটিস দিয়েছে দিল্লি বিধানসভা সচিবালয়। তাকে চ্যালেঞ্জ জানিয়েই দেবেন্দ্র পিটিশন দিয়েছিলেন বুধবার।
বিচারপতি সঞ্জীব খন্না ও বিচারপতি আর বি গাভাইকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ দেবেন্দ্রর কৌঁসুলিকে জানায়, বিধায়ক বিধানসভার স্পিকারের সামনে বিধায়ক পদ খারিজের নোটিসের ওপর বিতর্কের সময় নিজের অসন্তোষ জানাতে পারেন। শীর্ষ আদালত পিটিশনটি শুনতে রাজি নয় বলে জানিয়ে দেওয়ার পর সেটি প্রত্যাহার করেন দেবেন্দ্রর আইনজীবী। বিজওয়াসান বিধানসভা এলাকার এমএলএ দেবেন্দ্রর দাবি, তিনি বিজেপির প্রাথমিক সদস্যপদই এখনও নেননি। তাই বিধায়কপদ খারিজের নোটিসটি বেআইনি, একপেশে।
দেবেন্দ্র ছাড়া আরেক বিদ্রোহী আপ বিধায়ক অনিল বাজপাইকেও নোটিস দিয়েছে বিধানসভা সচিবালয়। বিজেপিতে যোগদান করায় দুজনের সদস্যপদ খারিজের আবেদন করে পিটিশন দিয়েছিলেন আপ মুখপাত্র ও বিধায়ক সৌরভ ভরদ্বাজ। বাজপাই গাঁধীনগর কেন্দ্রের জনপ্রতিনিধি। দিল্লি বিধানসভার স্পিকার মঙ্গলবারই দেবেন্দ্র ও অনিলকে জবাব পেশ করতে এক সপ্তাহ সময় দিয়ে নোটিশ পাঠান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement