এক্সপ্লোর
ছ দিন শুনানির পর তিন তালাক মামলায় রায়দান আপাতত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি: বিতর্কিত তিন তালাক মামলায় ছ দিন শুনানির পর আপাতত রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। আশা করা হচ্ছে জুলাই মাসে এই মামলার রায় দেবে দেশের শীর্ষ আদালত।
যদি সুপ্রিম কোর্ট তিন তালাক নিষিদ্ধ করে, তবে কেন্দ্র মুসলিম বিবাহ ও বিচ্ছেদ সংক্রান্ত আইন আনবে, শীর্ষ আদালতে কেন্দ্র
এদিকে আজ আদালতে মামলার শুনানির শুরুতে শায়রা বানুর আইনজীবী প্রবীণ অ্যাডভোকেট অমিত চাড্ডা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে মেনে নিতে বলেন যে তিন তালাক প্রথাটি একটি অপরাধ।
রামের জন্ম অযোধ্যায়, যেমন মত হিন্দুদের, তেমনই তিন তালাক মুসলিমদের বিশ্বাসের ব্যাপার, সুপ্রিম কোর্টে পার্সনাল ল বোর্ড
এদিকে দুদিন আগেই ল বোর্ডের হয়ে আদালতে সওয়াল করতে গিয়ে কপিল সিব্বল বলেন, তিন তালাক মূলত একটি একতরফা বিবাহ বিচ্ছেদ প্রথা, এবং একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের বিশ্বাস সেখানে জড়িয়ে রয়েছে। তাই সেখানে আদালতের দখলদারি নিষ্প্রয়োজন।
তিন তালাকে 'না' বলার অধিকার পাবেন মুসলিম মহিলারা, ল বোর্ডকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
সেই প্রসঙ্গ উল্লেখ করে ল বোর্ডে ওপর চাপ সৃষ্টির পর কিছুটা সিব্বলের সুরেই চাড্ডা তাঁর সওয়ালে বলেন, এই নিয়ে বহু বিতর্ক হয়েছে যে কোরানে এধরনের বিবাহ বিচ্ছেদ প্রথার কোনও উল্লেখ নেই। এমনকি ল বোর্ডও বলছে প্রথাটি অন্যায়, পুরুষতান্ত্রিক সমাজের আধিপত্য কায়েম করার চেষ্টা মাত্র, এর অন্যায় ব্যবহার বন্ধ হওয়া প্রয়োজন, এবং এবিষয়ে আদালতের নাক গলানো উচিত্ও নয়। তারপরই তিনি বলেন যেহেতু আদালতকে সংবিধানের অভিভাবক বলা হয়, তাই এই প্রথা বন্ধের জন্যে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।
এই মামলায় দুপক্ষের আইনজীবীর সওয়াল জবাব শোনার পর আপাতত রায়দান স্থগিত রেখেছে শীর্ষ আদালত। জুলাইয়ে রায় দিতে পারে আদালত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement