এক্সপ্লোর
খাপ পঞ্চায়েত স্ব-ঘোষিত নীতিরক্ষক হতে পারে না, কেন্দ্রকে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: খাপ পঞ্চায়েত সমাজের স্ব-ঘোষিত নীতিরক্ষক হতে পারে না। সম্মান রক্ষার জন্য হত্যার নামে তারা আইন হাতে তুলে নিতে পারে না। খাপ অত্যাচারের হাত থেকে দম্পতিদের রক্ষা করতে হবে। আজ কেন্দ্রীয় সরকারকে এই নির্দেশই দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত আরও বলেছে, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ যদি অপর একজন প্রাপ্তবয়স্ক মহিলাকে বিয়ে করেন, তাহলে তাঁদের বিয়ে বৈধ কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আদালত আছে। খাপ পঞ্চায়েত ওই দম্পতির উপর অত্যাচার চালাতে পারে না। ভিন ধর্ম, ভিন জাত বা অন্য কোনও সামাজিক বাধার বিরুদ্ধে যাঁরা বিয়ে করছেন বা ভবিষ্যতে করবেন, তাঁদের নিরাপত্তার জন্য পুলিশের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ভাবা হচ্ছে। এই কমিটি সংশ্লিষ্ট দম্পতিদের খাপ পঞ্চায়েত, বাবা-মা বা অন্যান্য আত্মীয়দের হামলা থেকে রক্ষা করবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জ্যোতিষ
ক্রিকেট






















